Anushka Sharma: অনুষ্কার বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ! আদালতের দ্বারস্থ অভিনেত্রী

।। প্রথম কলকাতা।।

Anushka Sharma: কর ফাঁকি দিয়েছেন অনুষ্কা! অভিযোগ এমনটাই। বিক্রয় কর সংক্রান্ত মামলায় বিরাট-পত্নীর বিরুদ্ধে একের পর এক নোটিস জারি করা হয়েছে। কর বিভাগের (Income Tax) সেই নোটিসের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে মামলা দায়ের করেছেন অভিনেত্রী। উল্লেখ্য, ২০১২ থেকে ১৬, ৪ বছরে যে হিসাব কর বিভাগে জমা দিয়েছেন নায়িকা, তাতে গলদ রয়েছে বলে দাবি করা হয়েছে। কর বাকি রেখেছেন অনুষ্কা (Anushka Sharma)।

প্রসঙ্গত, বম্বে হাইকোর্টে (Bombay High Court) চারটি আবেদন করেছেন বিরাট-পত্নী। বিচারপতি নিতিন জামদার ও অজয় আহুজার ডিভিশন বেঞ্চে চলছে মামলা। দুটি আবেদনের শুনানি হয়েছে বৃহস্পতিবার। নায়িকার অভিযোগের ভিত্তিতে কর বিভাগকে তাঁদের জবাব জমা দিতে বলা হয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি হবে মামলার পরবর্তী শুনানি। অভিনেত্রীর কথায়, শুধু অভিনেতা হিসেবে নয়, প্রোডাক্ট এনডোর্সমেন্ট, অ্যাওয়ার্ড সেরেমনি উপস্থাপনা এবং নানা আরও কাজের জন্য তাঁর কাছ থেকে কর চাওয়া হয়েছে। তিনি সেলস কর বিভাগের অর্ডারটি বাতিল করার আবেদন করেছেন।

এদিকে কর বিভাগের দাবি, অনুষ্কা তাঁর পারফরমার রাইটস অন্য কাউকে দিয়ে রেখেছেন। ২০১২ থেকে ১৩ অর্থবর্ষে তাঁর কর‌ ১.২ কোটি। পরবর্তীতে তাঁকে ১.৬ কোটি টাকা কর দিতে বলা হয়েছে। অনুষ্কার অভিযোগ, বিতর্কিত করের ১০ শতাংশ পরিশোধ না করা পর্যন্ত নতুন করে পিটিশন জমা দেওয়ার কোনও নিয়ম নেই। সেলস কর বিভাগ ভুলভাবে কর ধার্য করেছে। ‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অভিনেত্রী পিটিশনে জানিয়েছেন, বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে চুক্তি করার জন্যও তাঁর থেকে কর চাওয়া হয়েছে। তাঁর দাবি, কোনও সিনেমায় কাজ করা মানে, সেই সিনেমার নির্মাতা হয়ে যাওয়া নয়। তার ফলে কপিরাইটসও তাঁর কাছে থাকে না। তাঁর বক্তব্য, একজন শিল্পী হিসেবে তাঁর ওপর কর চাপানো হোক। দেখার, পরবর্তী শুনানিতে কী বলে আদালত।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version