WBC 2023: ৮১ কেজি বিভাগে সোনা জয় সুইটি বোরার, এবার লক্ষ্য অলিম্পিকে সোনা জয়

।। প্রথম কলকাতা ।।

 

WBC 2023: ২৫ মার্চ শনিবার, মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৩-এ ৮১ কেজি বিভাগে স্বর্ণপদক জয় করেন সুইটি বোরা (Saweety Boora)। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় বক্সার বলেছেন যে তিনি ভারতের জন্য অলিম্পিক পদক জিততে চান। সুইটি ফাইনালে চীনের লিনা ওয়াংকে পরাজিত করে ভারতকে তাদের দ্বিতীয় স্বর্ণপদক এনে দেয়। এর আগে ২২ বছর বয়সী নিতু ঘাংহাস ৪৮ কেজি বিভাগে মঙ্গোলিয়ার লুৎসাইখান আলতানসেটসেগকে হারিয়ে স্বর্ণপদক জেতেন।

 

বক্সিং ফেডারেশনের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে আপলোড করা একটি ভিডিওতে সুইটি বোরা বলেছেন, “আমাকে অনেক সমর্থন করার জন্য আপনাদের ধন্যবাদ। আমাকে সমর্থন করতে থাকুন, আমার জন্য দোয়া করতে থাকুন। একদিন, আমি আপনাদের জন্য অলিম্পিক থেকে একটি স্বর্ণপদক নিয়ে আসব।”

দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সুইটির প্রশংসা করে টুইট করেন। যিনি তার অভিনয় দিয়ে সমগ্র ভারতকে গর্বিত করেছিলেন। প্রধানমন্ত্রী টুইটারে লেখেন, “@saweetyboora-এর অসাধারণ পারফরম্যান্স! মহিলা বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জেতার জন্য তার জন্য গর্বিত। তার সাফল্য অনেক আসন্ন ক্রীড়াবিদকে অনুপ্রাণিত করবে।”

Exit mobile version