Swastika Mukherjee : সম্পর্কের টানাপোড়েন সরিয়ে দর্শকদের কাছে জনপ্রিয় স্বস্তিকা, ৪২-এ পা নায়িকার

।। প্রথম কলকাতা ।।

Swastika Mukherjee : বাংলা সিনে দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী। টলিপাড়ায় বহুল চর্চিত এই নায়িকার প্রতিভা পৌঁছে গিয়েছে মায়া নগরী পর্যন্ত। ১৯৮০ সালের আজকের দিনে কলকাতায় জন্ম হয় সন্তু মুখোপাধ্যায়ের মেয়ে স্বস্তিকা মুখোপাধ্যায়ের।

অভিনয় জগতে পা রাখেন ‘দেবদাসী’ ধারাবাহিকের হাত ধরে। চলচ্চিত্র জগতে তিনি এসেছেন ‘হেমন্তের পাখি’র মত। প্রথম প্রধান চরিত্রে তিনি অভিনয় করার সুযোগ পান রবি কিনাগী পরিচালিত ‘মস্তান’ চলচ্চিত্রে। বাবা সন্তু মুখোপাধ্যায় টলিপাড়ার অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ ছিলেন। বলতে গেলে, তাঁর রক্তে রয়েছে অভিনয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন। তবে ১৮ বছর বয়সেই রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রয়াত সাগর সেনের ছেলে প্রমিত সেনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী। সেই বিয়ে টেকেনি বেশি দিন।

বিয়ের দু’বছরের মাথায় স্বামীর বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করেন স্বস্তিকা। অভিযোগ করেন, তাঁর উপর প্রমিত শারীরিক ও মানসিক নির্যাতন করেছে। যদিও এখনও সেই সম্পর্ক আইনের খাতায় তোলা রয়েছে। কোনদিনও আর বিয়ে করেননি নায়িকা। মা, বাবা, বোন এবং মেয়েকে নিয়ে নিজের সংসার গুছিয়ে ছিলেন। প্রমিত এবং স্বস্তিকার সন্তান অন্বেষা। তবে টলিপাড়ার একাধিক তারকার সঙ্গে নাম জড়িয়েছে অভিনেত্রীর। জীবনে বহু পুরুষ এসেছে। যে তালিকায় নাম রয়েছে পরমব্রত থেকে সৃজিত সহ অনেকেই। পর্দায় কাজ করেছেন বহু নায়কের সঙ্গে। সবসময় পাশে পেয়েছেন মেয়েকে।

সাধারণত ইন্ডাস্ট্রিতে বিয়ে হয়ে যাওয়া মানে, তাঁর বয়স বেড়ে যাওয়া। আর সঙ্গে সন্তান থাকলে তো কথাই নেই। তবে বরাবরই হটকে কাজ করতে পছন্দ করেন আমাদের অভিনেত্রী। তিনি কোনও কিছুরই ধার ধারেন না। তাঁকে ব্যাখ্যা করার জন্য সাহসী, স্পষ্টবাদী, বোল্ড- এই তিনটি শব্দ যথেষ্ট। তবে সেই সঙ্গে আরও অনেক বিশেষণই বসে তাঁকে ব্যাখ্যা করার জন্য। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন নায়িকা। মাঝেমধ্যেই বোল্ড লুকে ধরা দেন তিনি। তাঁর ভক্ত সংখ্যা কম নয়। প্রায় সময়ই নিজের কাজ নিয়ে প্রচার করে থাকেন নেট পাড়ায়। কোনও ছবি বা ওয়েব সিরিজ প্রচারের জন্য সোশ্যাল মিডিয়াকে কাজে লাগান তিনি। আর কখনও সখনও পরিবার-বন্ধুদের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করে থাকেন অনুরাগীদের সঙ্গে।

তবে অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানে পা রাখার বহু সুযোগ এসেছে। কিন্তু তা এড়িয়ে গিয়েছেন তিনি। ‘সাথিহারা’, ‘ক্রান্তি’র মতো ছবির পাশাপাশি ‘ভূতের ভবিষ্যৎ’, ‘আমি আর আমার গার্লফ্রেন্ডস’, ‘জাতিস্মর’-এর মতো ছবিতে দেখা গিয়েছে তাঁকে। অন্যদিকে হিন্দি ওয়েব সিরিজ ‘ব্ল্যাক উইডো’, ‘পাতাললোক’, হিন্দি মুভি ‘ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সী’ এবং ‘দিল বেচারা’তে কাজ করে বিশেষ নজর কেড়েছেন। জন্মদিনের শুভেচ্ছা স্বস্তিকাকে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version