Sushmita Sen’s Birthday: ৪৮-এ পা দিলেন সুস্মিতা সেন, কেন ফিরিয়েছিলেন ‘জেমস বন্ড’ সিরিজের প্রস্তাব?

।। প্রথম কলকাতা ।।

Sushmita Sen’s Birthday: প্রথম বাঙালি তথা প্রথম ভারতীয় হিসেবে মিস ইউনিভার্স’-এর মুকুট ওঠে তাঁর মাথায়। হিন্দি চলচ্চিত্রে কাজের পাশাপাশি তামিল ও বাংলা ভাষার সিনেমায় অভিনয় করেছেন। হায়দরাবাদে বাঙালি বৈদ্যব্রাহ্মণ পরিবারে জন্ম নেওয়া অভিনেত্রী সুস্মিতা সেনের জন্মদিন আজ। জন্মদিনের প্রতিটা মুহূর্ত স্পেশাল সেনের কাছে।

বাবা সুবীর সেন ভারতীয় বিমানবাহিনীর প্রাক্তন উইং কমান্ডার এবং মা সুভ্রা সেন অলঙ্কার ডিজাইনার ও দুবাইভিত্তিক একটি দোকানের মালিক। ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী তিনি। ‘রেনী’ নামের এক মেয়েকে ২০০০ সালে দত্তক নেন সুস্মিতা সেন। এরপরে আরও একজনকে দত্তক নিয়েছেন। ২০১০-এর ১৩ জানুয়ারি ‘আলিশা’ নামে তিন মাস বয়সী এক মেয়েকে দত্তক নেন তিনি। ‘ম্যায় হু না’, ‘ইট ওয়াজ রেইনিং দ্যাট নাইট’, ‘দুলহা মিল গ্যায়া’ সহ একাধিক সিনেমায় কাজ করেছেন। বলিউডের তিনি প্রথম নায়িকা যে ‘মিস ইউনিভার্স’-এর খেতাব যেতেন। ২৩ বছর পর ২০১৭-য় ফিরে গিয়েছিলেন সেই ‘মিস ইউনিভার্স’-এর মঞ্চে। কিন্তু সেবার বিচারকের আসনে দেখা গিয়েছে তাঁকে।

‘মিস ইউনিভার্স’ জেতার পর জেমস বন্ড সিরিজের ‘গোল্ডেন আই’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু কোনও এক অজানা কারণবশত তা ফিরিয়ে দেন। ১৯৯৬ সালে তাঁর প্রথম চলচ্চিত্র ‘দস্তক’ মুক্তি পায়। বক্স অফিসে তা তেমন কামাল দেখাতে পারে না। এরপর ১৯৯৭-তে তামিল চলচ্চিত্রে অভিনয় করেছেন সুস্মিতা। দু’বছর পর ডেভিড ধাওয়ানের মজার চলচ্চিত্র ‘বিবি নাম্বার ওয়ান’-এ অভিনয় করেন তিনি।

আর তারপরে পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। ১৯৯৯ -এ চতুর্থ সর্বোচ্চ আয়করী চলচ্চিত্র ছিল ‘বিবি নাম্বার ওয়ান’। কখনও পুরোপুরি বঙ্গ তনয়া, কখনও হ‌ট অ্যান্ড সেক্সি আবার কখনও সাধারণ ঘরোয়া লুকে দেখা গিয়েছে অভিনেত্রীকে। আর ইন্ডাস্ট্রিতে তাঁর এই লম্বা কেরিয়ারে বহু মানুষের সঙ্গেই নাম জড়িয়েছে, কিন্তু সেইসব কখনোই কানে তোলেননি অভিনেত্রী। বিশ্ব সুন্দরীর বয়সের ক্যালেন্ডারে যুক্ত হল আরও একটি বছর।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version