Border-Gavaskar Trophy: ৩০৪তম ভারতীয় ক্রিকেটার হিসেবে নাগপুরে টেস্টে অভিষেক সূর্যকুমার যাদবের

।। প্রথম কলকাতা ।।

 

অবশেষে ভারতীয় টেস্ট দলে অভিষেক ঘটল সূর্যকুমার যাদবের। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে নাগপুরে প্রথম টেস্টে অভিষেক অভিষেক করলেন বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার। ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে ৩০৪তম ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট দলে জায়গা করে নিলেন।

 

পিঠের চোট থেকে সেরে উঠতে না পারায় শ্রেয়াস আইয়ারের জায়গায় ভারতীয় টেস্ট দলে জায়গা খুলে যায় সূর্যকুমার যাদবের জন্য। তিনি নাগপুরে মিডল অর্ডারে জায়গা পাওয়ায় রিজার্ভ বেঞ্চে বসতে হয়েছে ফর্মে থাকা শুভমান গিলকে। সূর্যকুমারের পাশাপাশি টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটল উইকেট-রক্ষক শিখর ভরতের।

 

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। দিনের শুরুতেই দ্বিতীয় ওভারে বড় আঘাত হানেন মহম্মদ সিরাজ। উসমান খাওয়াজাকে ফিরেয়ে দেন ভারতীয় পেসার। পরের ওভারেই ডেভিড ওয়ার্নারকে প্যাভিলিয়নে পাঠান মহম্মদ শামি। লাঞ্চ বিরতির আগে ২ উইকেট হারিয়ে ৭৬ রান করেছে অস্ট্রেলিয়া। ক্রিজে রয়েছেন মার্নস লাবুশনে (৪৭) ও স্টিভ স্মিথ (১৯)।

Exit mobile version