Bengali Serial TRP: সূর্য-দীপার কাছে পেরে উঠছে না জ্যাসের বুদ্ধি, টিআরপি চার্টের প্রথম দশে কোন কোন ধারাবাহিক?

।। প্রথম কলকাতা ।।

Bengali Serial TRP: বছরের শুরুতে দর্শকদের পছন্দের তালিকায় একটু পরিবর্তন এসেছে। যার প্রভাব পড়েছে টিআরপি চার্টেও। নতুন বছরে ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের। এবারের টিআরপি চার্টেও সেরার জায়গাটা ধরে রেখেছে এই ধারাবাহিক। সূর্য-দীপা মুখোমুখি হতেই বেড়েছে ধারাবাহিকের টিআরপি। অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। তবে এবারে পরিবর্তন হয়েছে নম্বরে। বিগত বেশ কয়েক মাস ধরে টিআরপি চার্টের সেরার জায়গা ধরে রেখেছিল জি বাংলার ‘জগদ্ধাত্রী’। কিন্তু এখন ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের সঙ্গে পেরে উঠতে পারছে না জ্যাসের বুদ্ধি। অন্যদিকে ‘গাঁটছড়া’ পরতে পরতে নিজের রং বদলাচ্ছে। প্রতিমুহূর্তে গল্প টার্ন নিচ্ছে অন্যদিকে। যা দর্শকদের বেশ মনে ধরেছে।

এবারের টিআরপি চার্টে ৮.৮ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে ‘জগদ্ধাত্রী’। অন্যদিকে প্রথম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া, নম্বর ৯.৫। কিন্তু ‘মিঠাই’ (Mithai) ভক্তদের জন্য রয়েছে খারাপ খবর। কমেছে ধারাবাহিকের টিআরপি। আগের সপ্তাহে ৭.০ নম্বর পেয়েছিল ধারাবাহিকটি। সেখানে তার নম্বর কমে দাঁড়িয়েছে ৬.৫-এ। মিঠাইয়ের হত্যাকারীকে খুঁজে বার করার জন্য সিদ্ধার্থ আর মিঠির লড়াই একেবারেই প্রশংসা পাচ্ছে না দর্শকমহলে। এদিকে স্টার জলসার ‘নবাব নন্দিনী’ টিআরপি চার্টের নবাব আর নন্দিনী হয়ে উঠতে পারছে না। ‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অন্যদিকে হাড্ডাহাড্ডি লড়াই চলছে ‘বাংলা মিডিয়াম’ (Bangla Medium) আর ‘নিম ফুলের মধু’র (Neem Phuler Madhu) মধ্যে। কেউ কাউকে এক চুলও জায়গা ছাড়তে নারাজ। দুই ধারাবাহিকই ৭.৬ নম্বর পেয়ে রয়েছে পাঁচে।

এক নজরে সেরা ১০-

১. অনুরাগের ছোঁয়া (৯.৫)

২. জগদ্ধাত্রী (৮.৮)

৩. গৌরী এলো (৮.০)

৪. খেলনা বাড়ি (৭.৮)

৫. নিম ফুলের মধু/ বাংলা মিডিয়াম (৭.৬)

৬. পঞ্চমী/ রাঙা বউ(৭.২)

৭. গাঁটছড়া/ আলতা ফড়িং (৭.০)

৮. এক্কা দোক্কা (৬.৯)

৯. মিঠাই (৬.৫)

১০. হরগৌরী পাইস হোটেল/ সাহেবের চিঠি (৫.৯)

কিন্তু আফসোসের বিষয়, ঋত্বিক-অরুণিমার ‘মন দিতে চাই’ জায়গা পায়নি টিআরপি চার্টে। প্রোমো যতটা সাড়া ফেলেছিল দর্শকমহলে, ততটা আসর জমিয়ে উঠতে পারেনি ধারাবাহিক। প্রাইম টাইমও দেওয়া হয়নি ধারাবাহিকটিকে। যা নিয়ে ধারাবাহিক শুরুর আগেই শোরগোল পড়েছিল নেট দুনিয়ায়। এদিকে টিআরপি লিস্টের একদম শেষে রয়েছে ‘হরগৌরী পাইস হোটেল’ (Hargouri Pice Hotel) ও ‘সাহেবের চিঠি’ (Saheber Chithi)। সেরা দশের তালিকা থেকে বেরিয়ে যেতে যেতে বেঁচেছে এই দুই ধারাবাহিক।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version