।। প্রথম কলকাতা।।
Surojit Chatterjee: হাসপাতালে ভর্তি জনপ্রিয় সঙ্গীতশিল্পী সুরজিৎ চট্টোপাধ্যায়। কেমন আছেন তিনি? কী হয়েছে তাঁর? ‘এই সময়’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অসুস্থ হওয়ার কারণ পরিষ্কার নয়। গতকাল অসুস্থবোধ করায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে গায়ক সুরজিৎ চট্টোপাধ্যায়কে। রবিবার রানাঘাটে ‘বাংলা মোদের গর্ব’-এ উপস্থিত থাকার কথা ছিল তাঁর। কিন্তু তাঁর শারীরিক অসুস্থতার কারণে তিনি অংশ নিতে পারেন নি।
অন্যদিকে ‘দ্য ওয়াল’ সূত্রে, ফুড পয়জনিংয়ের জেরে অসুস্থ হয়ে পড়েন গায়ক। যেখানে দর্শকদের সঙ্গে শীতের গোটা সন্ধ্যা উপভোগ করবেন ভেবেছিলেন, সেখানে তাঁর দিন শেষ হয়েছে হাসপাতালে। দু’দশকরেও বেশি সময় বাংলা গানের দুনিয়ায় তাঁর গান জনপ্রিয়তা পেয়েছে। বাংলা ব্যান্ডগুলির মধ্যে অন্যতম ‘ভূমি’। আর সেই ভূমির ‘বারান্দায় রোদ্দুর’ একসময় যুব সম্প্রদায়ের মুখে মুখে শোনা গিয়েছে। আজ পর্যন্ত এই গায়কের জনপ্রিয়তায় কোনওরকম ভাটা পড়েনি। সঙ্গীত প্রেমীদের কাছে তাঁর গান অত্যন্ত পছন্দের।
তাঁর অসুস্থতার খবর জানাজানি হতেই চিন্তিত হয়ে পড়ে ভক্তকূল। তিনি অনুষ্ঠান করবেন শুনে, উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন সকলে। এরপর রিপোর্ট অনুযায়ী গায়কের অসুস্থতার খবরে চিন্তা প্রকাশ করে রানাঘাটের এক বাসিন্দা বলেছেন, ‘সুরজিৎ আসবেন শুনে খুবই আনন্দিত হয়েছিলাম। পরে মাঠে পোস্টার টানানো হয়, যেখানে কেবল বলা হয় তিনি অসুস্থ। কষ্ট হয়েছে, কিন্তু তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনা করছি’। যদিও পরিবার সূত্রে, গায়ক আগের থেকে অনেকটাই সুস্থ আছেন। উদ্বেগের কোনও কারণ নেই। আজই ছেড়ে দেওয়া হতে পারে হাসপাতাল থেকে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম