Sumitra Sen: বছরের শুরুতেই নক্ষত্রপতন, চলে গেলেন সুমিত্রা সেন

।। প্রথম কলকাতা ।।

Sumitra Sen: প্রয়াত বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর। বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন গায়িকা। ব্রঙ্কো-নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। দীর্ঘদিন ধরে ভুগছিলেন বার্ধক্যজনিত নানা রোগে। সোমবার রাতেই বাড়ি ফিরিয়ে নিয়ে আসা হয়েছিল তাঁকে। এর পর মঙ্গলবার ভোর চারটে নাগাদ প্রয়াত হন বর্ষীয়ান এই শিল্পী।

গত মাসে ঠান্ডা লেগে অসুস্থ হয়ে পড়েছিলেন সঙ্গীত জগতের বর্ষীয়ান এই শিল্পী। জ্বরের পাশাপাশি বুকে সর্দি বসে গিয়ে শ্বাসকষ্ট শুরু হয়। পরিস্থিতি খারাপের দিকে যাওয়ার আগেই ভর্তি করা হয় হাসপাতালে। ২১ ডিসেম্বর থেকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গায়িকা। তখনই ধরা পড়ে ব্রঙ্কো-নিউমোনিয়ায় আক্রান্ত তিনি। সংক্রমণ ছিল ফুসফুসে। শেষে তাঁকে খাওয়ানো হচ্ছিল রাইলস টিউব দিয়ে। মেয়েরা মাকে বাড়িতে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেই তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। জীবনের শেষ সময় ল্যান্সডাউনের আবাসনে ছিলেন তিনি।

রবীন্দ্রসঙ্গীত জগতে অত্যন্ত জনপ্রিয় নাম সুমিত্রা সেন (Sumitra Sen)। তাঁর দুই মেয়ে ইন্দ্রানী সেন (Indrani Sen) ও শ্রাবণী সেন (Srabani Sen), মায়ের দেখানো পথে হেঁটে রবীন্দ্রসঙ্গীত চর্চা করেছেন। যদিও সব ধরনের গানেই পারদর্শী তাঁরা। এদিন সকালে মায়ের প্রয়াণের খবর সোশ্যাল মিডিয়ায় দেন শ্রাবণী সেন। লেখেন, ‘আজ মা ভোরে চলে গেল’। গতকাল তিনিই জানিয়েছিলেন, ভালো নেই গায়িকা। তারপরেই তাঁর সুস্থ হয়ে ওঠার কামনায় হাত জোড় করেন ভক্তরা। আগামী মার্চে নব্বইতে পা রাখতেন সুমিত্রা সেন। তাঁর গান আজও শ্রোতাদের মুগ্ধ করে। আজ তাঁর চলে যাওয়ায় শোকস্তব্ধ সঙ্গীতজগত।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version