Kothamrito: সুখী দাম্পত্যের উদাহরণ সুলেখা-সনাতন, বক্স অফিসে হিট করবে কৌশিক-অপরাজিতার জুটি?

।। প্রথম কলকাতা ।।

Kothamrito: সংসারটা ভাতের থালার মতো মনে করেন সুলেখা গাঙ্গুলী। স্বামী সনাতনের না বলতে পারাকে নিজের কথা দিয়ে ঢেকে দেন তিনি। পর্দায় প্রথমবার জুটিতে কৌশিক গঙ্গোপাধ্যায় (Koushik Ganguly) আর অপরাজিতা আঢ্য (Aparajita Auddy)। আজ বড় পর্দায় মুক্তি পাবে ‘কথামৃত’। পরিচালনায় জিৎ চক্রবর্তী। ছবির ট্রেলার লঞ্চ হওয়ার পর থেকেই, তা মুক্তির অপেক্ষায় ছিলেন দর্শকবৃন্দ।

টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা। তাঁর অভিনয় দর্শকদের কাছে প্রশংসা পায়। এই মুহূর্তে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’-এ দেখা যাচ্ছে তাঁকে। তবে ছোট পর্দার সঙ্গে সাবলীলভাবে বড় পর্দায়ও কাজ করছেন অভিনেত্রী। আজ, ১৮ নভেম্বর বক্স অফিসে মুক্তি পাচ্ছে কৌশিক-অপরাজিতার ছবি। ছবিতে সনাতন ও সুলেখার চরিত্রে দেখা যাবে দু’জনকে। সেইসঙ্গে ছবিতে রয়েছেন পূর্ব বর্ধমান জেলার প্রাক্তন অতিরিক্ত পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যও।

সনাতন একজন মূক ও বধির, তাই একটা ছোট লাল ডায়েরিতে নিজের মনের কথা লিখে রাখেন। যার নামই ‘কথামৃত’। তাঁর কাছে স্ত্রী সুলেখার সঙ্গে ‘কথামৃত’ও প্রচন্ড প্রিয়। গল্পের প্রেক্ষাপট কিছুটা এইরকম, সুলেখা-সনাতনের ভালোবাসায় ভরা পরিবার পছন্দ করে সবাই। ছেলে ঋককে ঘিরে তাঁদের সংসার। সনাতন কথা বলতে না পারলেও, তাঁর পরিচিত ব্যক্তিরা সকলেই তাঁর কথা বুঝতে পারেন। তবে গল্পে আরও এক জুটিকে দেখা যাবে।

যাঁদের নাম বাবুন আর অনন্যা। তাঁদের মধ্যে সেরকম সৎভাব নেই। তাঁরা কেউ একে অপরকে পছন্দ করেন না। এখানে বাবুনের চরিত্রে দেখা গিয়েছে বিশ্বনাথ বসুকে। একদিকে কথা না বলতে পারলেও সনাতন-সুলেখার মধ্যে মিল রয়েছে। আর কথা বলতে পেরেও কোনও মিল নেই বাবুন ও অনন্যার মধ্যে। আর এই কাহিনীর বাকিটা জানতে, আজ সিনেমা হলে গিয়ে দেখতে হবে ছবিটি। সিনেমায় সুরের দায়িত্ব রয়েছেন অমিত ঈশান, প্রসেন আর রণজয় ভট্টাচার্য। সিনেমাটোগ্রাফিতে মথুরা পালিত।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version