Sudipta Banerjee-Soumya Bakshi Wedding: সুদীপ্তা – সৌম্যর গ্র্যান্ড বিয়ের আসর! রিসেপশনে কোন চমক?

।। প্রথম কলকাতা ।।

Sudipta Banerjee-Soumya Bakshi Wedding: সুদীপ্তা -সৌম্যর চার হাত এক হল। সুদীপ্তার বিয়ের বেনারসীর বিশেষত্ব জানেন? বিয়ে থেকে রিসেপশনের জাঁকজমক ছাপিয়ে গেল। আড়াই হাজার অতিথি
টলি নায়িকার রিসেপশন লুক কেমন ছিল? সুদীপ্তাকে দেখে চোখ সরছে না সৌম্যর। খাওয়া-দাওয়ার এলাহি বন্দোবস্ত কী কী ছিল মেনুতে? বিয়ের পর্ব মিটেছে সব‌ নিয়ম-রীতি মেনে। কিন্তু সুদীপ্তার গ্র্যান্ড রিসেপশন দেখে মুগ্ধ টলিপাড়া। আয়োজনে কী কী ছিল?

ভাত কাপড়ের দিন সকালে সিঁথি ভরে সিঁদুর ছিল সুদীপ্তার। গলা ভরাট সোনার নেকলেস, কানে ছিল কানবালা। মুখ দেখে শাশুড়ি নোয়া উপহার দিয়েছে তাঁকে। বৌভাতে নিমন্ত্রিতের তালিকায় ছিলেন অভিনেত্রীর বেস্ট ফ্রেন্ড শ্রীতমাও। সুদীপ্তার পরিবারের তরফে এদিন সৌম্যর বাড়িতে নিয়ে আসা হয়েছিল তত্ত্বও। কিন্তু আসল চমক ছিল সন্ধেতে।

নিকো পার্কের ইস্টসাইড প্যাভেলিয়ানে বসেছিল। সুদীপ্তা-সৌম্যর রিসেপশন লাল সামিয়ানা, জুঁই ফুলে মোড়া গোটা ভেন্যু ঝুলছে ঝারবাতি। ফুলের চাদরে মোড়া বর-কনের বসবার জায়গা। হালকা বেগুনি রঙা ফ্লোরাল লেহেঙ্গায়। নিজেকে সাজালেন সুদীপ্তা। সঙ্গে গলায় হিরের হার আর ঢেউ খেলানো খোলা চুলে অপরূপা নতুন কনে কলকাতারই এক নামী ডিজাইনারের লেহেঙ্গায় ধরা দিলেন অভিনেত্রী। তবে ফিউশনে সাজে থাকল বাঙালিয়ানার ছোঁয়াও। হাতে শাঁখা-পলা, মাথাভর্তি সিঁদুরে ধরা দিলেন সৌম্য বক্সী ঘরণী। আমন্ত্রিতের সংখ্যা প্রায় আড়াই হাজার। খাওয়া-দাওয়ার এলাহি বন্দোবস্ত ছিল। রিসেপশনের আসরে বাঙালি থেকে মোগলাই কিংবা কন্টিনেন্টাল কিছুই বাদ নেই।

বিয়েতে ভিড় বেশি চোখে পড়েছিল টলি পাড়ার। বিয়েতে কেমন সেজেছিলেন অভিনেত্রী? রিসেপশন শুধু নয়, তার বিয়ের সাজ ছিল দেখার মতোই। লাল বেনারসি, গা ভর্তি সোনার গয়না কপালে চন্দন, মাথায় শোলার মুকুট পরে পিঁড়িতে বসেছিলেন সুদীপ্তা। ফিটন গাড়ি চেপে বিয়ে করতে আসেন সৌম্য। লাল বেনারসিতে সুদীপ্তাকে অপূর্ব দেখাচ্ছিল। লালের উপর সোনালি জরির কাজ করা হয়েছিল। চওড়া পাড় দেওয়া হয়েছিল শাড়িতে। অপূর্ব জরির কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছিল। এই শাড়ির বিশেষত্ব ছিল জরির অপরূপ কারুকাজ। তাঁর বিয়ের সাজে সাবেকি ছোঁয়াও ছিল একটি ফুল স্লিভ ব্লাউজ বেছে নিয়েছিলেন অভিনেত্রী। তাঁর এই ব্লাউজটি বিশেষ ভাবে ডিজাইন করেছিলেন ভাবাশিস গঙ্গোপাধ্যায়। এই ব্লাউজে ডিপ নেকলাইন দেওয়া হয়েছিল।নেকলাইন বরাবর সুন্দর কাজ করা হয়েছিল। স্লিভেও ছিল অসাধারণ ডিটেলিং। লাল বেনারসির সঙ্গে সুন্দর গয়নাও পরেছিলেন অভিনেত্রী। তাঁর মাথাপট্টিতে ছিল সাবেকি বাঙালি গয়নার ছোঁয়া। গলা ভর্তি নেকলেসের সঙ্গে একটি মুক্তোর রানি হার পরেছিলেন সুদীপ্তা। সোনার শাঁখা বাঁধানো-পলা বাঁধানোর সঙ্গেই অভিনেত্রী পরেছিলেন বালাও। সুদীপ্তার নাকের নথ সবার নজর কেড়েছিল শোলার মুকুটে সাজ সম্পূর্ণ করেছিলেন তিনি।

সম্পর্ক নিয়ে কোনওদিনই সেই অর্থে লুকোছাপা করেননি। প্রথম থেকেই ঠিক ছিল বিয়েই করবেন। অবশেষে সেই ইচ্ছে পূরণ হল সুদীপ্তা-সৌম্যর।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version