।। প্রথম কলকাতা ।।
মুম্বাইয়ের একটি হাসপাতালে সফলভাবে হাঁটুর অস্ত্রোপচার হয়েছে ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থের। সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, “শুক্রবার ঋষভ পন্থের হাঁটুর লিগামেন্টের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। পরবর্তী পদক্ষেপ এবং পুনর্বাসনের বিষয়ে ডাঃ দিনশ পারদিওয়ালা এবং বিসিসিআই ক্রীড়া বিজ্ঞান ও মেডিক্যাল টিম পরামর্শ দেবেন।”
গত সপ্তাহে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছিলেন ঋসভ পন্থ। সেন্টার ফর স্পোর্টস মেডিসিনের প্রধান এবং আর্থ্রোস্কোপি অ্যান্ড শোল্ডার সার্ভিসের পরিচালক ডাঃ পারদিওয়ালার তত্ত্বাবধানে আন্ধেরি পশ্চিমের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে অস্ত্রোপচার হয় পন্থের। ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটারকে দেরাদুন থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে মুম্বাইতে নিয়ে যাওয়া হয়।
গত ৩০ ডিসেম্বর কাকভোরে উত্তরাখণ্ডের রুরকি যাওয়ার পথে পন্থের গাড়ি দুর্ঘটনার মুখোমুখি হয়। ঘটনাটি ঘটে রুরকির কাছে মহম্মদপুর জাটে। ঘটনা পর পন্থ দাবি করেন যে গাড়ি চালানোর সময় তিনি ঘুমিয়ে পড়েন, যার ফলে গাড়িটি ডিভাইডারের সঙ্গে সংঘর্ষ হয় এবং আগুন ধরে যায়। সংঘর্ষের পর প্যান্টের মার্সিডিজে আগুন ধরে যায়। এবং গাড়িটি সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে বেরিয়ে আসেন ঋসভ পন্থ। গাড়িতে তিনি একাই ছিলেন। দেরাদুন হাসপাতালে স্থানান্তর করার আগে ভারতের উইকেটরক্ষক-ব্যাটারকে রুরকি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।