Uttam Kumar: উত্তম স্মরণে ৩১টি আইকনিক ছবির স্ট্রিমিং, অনবদ্য উদ্যোগ ক্লিক ওটিটির

।। প্রথম কলকাতা ।।

Uttam Kumar: বাঙালির বিনোদন দুনিয়া স্বয়নে, স্বপনে, জাগরণে উত্তমময়। বাংলা সিনে দুনিয়ায় উত্তম কুমার এমন এক নায়ক, যাঁর রেশ চিরকালীন। অভিনয়ের সময় অঙ্গ প্রত্যঙ্গের উপর ছিল তাঁর ১৬ আনা দক্ষতা। তাই তো তাঁর অভিনয়ে এত লালিত্য। মহানায়ক উত্তম কুমারের অভিনয় জীবনকে স্মরণ করে অনবদ্য উদ্যোগ নিল ক্লিক ওটিটি (KLiKK OTT)। উত্তম কুমারের অভিনয় দক্ষতার বিস্তৃত পরিসরের পরিপ্রেক্ষিতে তাঁর চলচ্চিত্র গুলির একটি বিশেষ সংগ্রহ তৈরি করেছে ক্লিক। যেখানে উত্তম স্মরণে স্ট্রিমিং হবে ৩১ টি আইকনিক সিনেমা।

উত্তম কুমারের ৪৩তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য জানাতে ক্লিকের এই উদ্যোগ উত্তম ভক্তদের কাছে মনে রাখার মতো। এর মাধ্যমে দর্শকরা উপলব্ধি করতে পারবেন এক নস্টালজিক যাত্রাপথের অনুভূতি। এই তালিকায় ৩১টি সিনেমা রাখা হয়েছে। যেখানে দেখা যাবে উত্তম সমসাময়িক বিখ্যাত চিত্র নায়িকাদের। প্রত্যেকটা সিনেমা লক্ষাধিক মানুষের হৃদয় স্পর্শ করেছে, পেয়েছে বিপুল জনপ্রিয়তা। তাই এই জুলাই মাসটা অত্যন্ত বিশেষ। গোটা মাস জুড়ে দেখতে পাবেন উত্তম কুমারের সিনেমা।

ক্লিকের এই উদ্যোগ দর্শকদের কাছে একটু অন্যরকম সুযোগ। যেখানে মহানায়ক উত্তম কুমারের অভিনয়কে আবার দেখতে পাবেন। সেই চলচ্চিত্রগুলোর রসাস্বাদন করতে পারবেন। বলা বাহুল্য, অন্যান্য নায়কের তুলনায় উত্তম কুমারের বাচনভঙ্গি সম্পূর্ণ আলাদা। তাঁর অভিনয়ের মাপকাঠি অনেক উর্ধ্বে। তিনি একজন বহুমুখী প্রতিভাবান শিল্পী। শুধুমাত্র পেশাদারিত্বের খাতিরে নয়,ভালোবেসে বাংলা সিনেমায় দাপট চালিয়েছেন। স্ট্রিমিংয়ের মাধ্যমে উত্তম কুমারের স্মরণীয় ছবি গুলি দর্শকদের স্মৃতি রোমন্থনে সাহায্য করবে। ক্লিকের এই উদ্যোগ মহানায়কের প্রতি শ্রদ্ধা জানানোর প্রতিশ্রুতি, অবিস্মরণীয় সিদ্ধান্ত।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version