Aindrila Sharma Health Update: এখনও অত্যন্ত সঙ্কটজনক ঐন্দ্রিলা! কী বলছেন চিকিৎসকরা?

।। প্রথম কলকাতা ।।

Aindrila Sharma Health Update: দু’সপ্তাহ পার হয়ে গিয়েছে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ঐন্দ্রিলা শর্মা। সোশ্যাল মিডিয়া জুড়ে সকলেই তাঁর সেরে ওঠার প্রার্থনা করছেন। প্রতি মুহূর্তে সকলের মনে একটাই প্রশ্ন, এখন কেমন আছেন অভিনেত্রী? যদি একটু আশার আলো দেখা যায়, সেই অপেক্ষাতেই রয়েছেন সবাই।

শেষ পাওয়া খবর অনুযায়ী, রক্তচাপ ওঠা-নামা করছে অভিনেত্রীর। ভেন্টিলেশনেই রয়েছেন তিনি। সংক্রমণের কারণে বাড়ানো হয়েছে অ্যান্টিবায়োটিকের মাত্রা। শরীর সম্পূর্ণ অসাড়, এক সরকারি এবং বেসরকারি হাসপাতালের স্নায়ুরোগ চিকিৎসকরা দেখে গিয়েছেন তাঁকে। বুধবার পরপর দু’বার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর সেভাবে কোনও উন্নতি হয়নি লড়াকু অভিনেত্রীর। ‘সংবাদ প্রতিদিন’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঐন্দ্রিলার শরীরে গ্লাসগো কোমা স্কেলের মাত্রা অনেকটাই কম। একজন সুস্থ মানুষের গড়ে যে মাত্রা থাকা উচিত ১৫-র মধ্যে, সেখানে অভিনেত্রীর শরীরে তা রয়েছে ৩। অর্থাৎ বোঝা যাচ্ছে রিপোর্ট একেবারেই ভালো নয়।

গত ১ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি ঐন্দ্রিলা। দু’বার ক্যান্সারকে জয় করে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। হাওড়ার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে, অস্ত্রোপচার হয় তাঁর। তারপর থেকে ভেন্টিলেশনে আছেন তিনি। পরবর্তীতে চিকিৎসায় সাড়া দিচ্ছেন শোনা গেলেও, চলতি সপ্তাহে ছবিটা পুরোপুরি ঘুরে গিয়েছে। মঙ্গলবার হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল, মস্তিষ্কের যেদিকে অভিনেত্রীর অস্ত্রোপচার হয়েছে তার বিপরীতে বেশ কিছু জায়গায় রক্ত জমাট বেঁধেছে। তা ওষুধের মাধ্যমে ঠিক করার চেষ্টা চলছে বলে জানানো হয়েছিল। এরপর বুধবার হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী। সিপিআর দেওয়া হয় তাঁকে। তাতে সাড়াও দিয়েছেন তিনি। বাড়ানো হয় ভেন্টিলেশনের মাত্রা, কিন্তু রাতে অক্সিজেন স্যাচুরেশন কমতে শুরু করে। এখন কিছু অলৌকিক ঘটার অপেক্ষায় রয়েছেন সবাই। একযোগে অভিনেত্রীর সুস্থতার প্রার্থনা করছে টলিপাড়া।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version