Border-Gavaskar Trophy: প্যাট কামিন্সের অনুপস্থিতিতে চতুর্থ টেস্টেও অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ

।। প্রথম কলকাতা ।।

 

ভারতের বিরুদ্ধে বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টেও অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। কারণ অধিনায়ক প্যাট কামিন্স বাড়িতেই পরিবারের সঙ্গে রয়েছেন। গত মাসে দিল্লিতে দ্বিতীয় টেস্টের পর বাড়ি চলে যাওয়া কামিন্স সিডনিতে মায়ের সঙ্গে থাকবেন। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, কামিন্সের মা মারিয়া স্তন ক্যান্সারে অসুস্থ এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন।

 

ইন্দোরে তৃতীয় টেস্টে স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া ভারতের বিরুদ্ধে ৯ উইকেটে বড় জয় পেয়েছে। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া। ইন্দোর টেস্ট জয়ের পরে স্মিথ বলেছিলেন, “আমার সময় হয়ে গেছে। এটা এখন প্যাটের দল। আমি স্পষ্টতই এই সপ্তাহে দাঁড়াতে সক্ষম হয়েছি, স্পষ্টতই প্যাটি বাড়িতে কঠিন পরিস্থিতিতে রয়েছে।”

 

তিনি আরও বলেছিলেন, “ভারত বিশ্বের একটি অংশ যেখানে আমি অধিনায়কত্ব পছন্দ করি… এটি সম্ভবত বিশ্বের অধিনায়কত্বের জন্য আমার প্রিয় জায়গা। আমি এই সপ্তাহে এটি ভাল করেছি এবং এটি ভাল মজা ছিল।”

 

অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্ট এখনও টেস্ট সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য কামিন্সের প্রাপ্যতার বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। অ্যারন ফিঞ্চের অবসরের পর গত বছর অস্ট্রেলিয়ার ৫০ ওভারের অধিনায়ক নিযুক্ত হন কামিন্স। ফাস্ট বোলার ঝাই রিচার্ডসন, যিনি উইকএন্ডে ক্লাব ক্রিকেট খেলার সময় বারবার বাম হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগেছিলেন, তাকে ওয়ানডে সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে এবং নাথান এলিসকে দলে নেওয়া হয়েছে।

Exit mobile version