Australian Open 2023: নোভাক জোকোভিচ এবং ২২তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপার মধ্যে কাঁটা স্টেফানোস সিতসিপাস

।। প্রথম কলকাতা ।।

 

চলমান অস্ট্রেলিয়ান ওপেন ২০২৩-এর ফাইনালে গ্রীক তারকা স্টেফানোস সিতসিপাসের মুখোমুখি হবেন নোভাক জোকোভিচ। ফাইনালে একাধিক নজির স্থাপনের হাতছানি জোকোভিচের সামনে। সিতসিপাসকে হারাতে পারলেই দশমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন পুরুষদের একক শিরোপা জেতার নজির গড়বেন সার্বিয়ান তারকা। শুধু তাই নয় রাফায়েল নাদালের ২২টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপার রেকর্ডে ভাগ বসাবেন ২১ গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা।

 

মেলবোর্ন পার্কে জোকোভিচের ২৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড রয়েছে। যা অস্ট্রেলিয়ান ওপেনের ৫৫ বছরের ইতিহাসে দীর্ঘতম। রবিবারের ফাইনালে স্টেফানোস সিটসিপাসের বিপক্ষে জয় পেলেই জোকোভিচ টানা নয়টি জয় সহ তাদের হেড টু হেড সিরিজে ১০-২ তে এগিয়ে যাবেন। ২৪ বছর বয়সী গ্রীক তারকা সিতসিপাস তার দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে।

 

রাফায়েল নাদাল এবং অবসরপ্রাপ্ত কিংবদন্তি তারকা রজার ফেডেরার কখনোই মেলবোর্ন পার্কে ফাইনালে জোকোভিচকে হারাতে পারেননি। সেই রেকর্ডটি বাড়ানোর জন্য বদ্ধপরিকর জোকার। সার্বিয়ান তারকা বলেন, “অবশ্যই, আমার পেশাদার লক্ষ্য এবং উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। সেগুলো হল গ্র্যান্ড স্ল্যাম এবং বিশ্বের এক নম্বর হওয়া, সুতরাং আমি এই খেলাটির আরও ইতিহাস তৈরি করতে চাই, কোন সন্দেহ নেই।”

Exit mobile version