The island of love: তারকাদের ছুটি কাটানোর জায়গা! “ভালোবাসার দ্বীপে” বাড়ি বানাবেন নাকি?

।। প্রথম কলকাতা ।।

The island of love: দীঘা (Digha )-পুরী (Puri) বা দার্জিলিং (Darjeeling) নয়। এই অজানা দ্বীপে গা ভাসাতে যান সেলেবরা। হোটেলে আরাম, বা সুইমিংপুলে গা ভাসানো ছাড়ুন এই বিলাসিতা দেখলে আপনি ভাবতে বসবেন জীবনে কী করলেন ! এই দ্বীপে পা দিলেই মন হবে ফুরফুরে অবসরের পর “ভালোবাসার দ্বীপে” বাড়ি বানাবেন নাকি?

অনেক তো হল! সব ছেড়ে দিয়ে কোথাও পালিয়ে যেতে ইচ্ছে করে?আচ্ছা সেলেব্রিটিরা কোথায় ছুটি কাটাতে যায় জানেন? ছবির মতো সাজানো দেশ ক্রোয়েশিয়া (Croatia) সেখানেই একদম হৃৎপিণ্ডের (Heart) মতো দেখতে একটি দ্বীপ রয়েছে ।উপর থেকে দেখলে হার্টের আকার মনে হবে নামও একদম মানানসই। “আইল্যান্ড অফ লাভ” ভালবাসার দ্বীপ।সেখানে ছুটি কাটাতে গিয়েছেন বিয়ন্সের (Beyonce) মতো হলিউডের তাবড় তারকা।বছরভর স্টারদের ভিড় লেগে থাকে ওই দ্বীপে। দ্বীপটি আয়তনে প্রায় ১০ একর।তবে এই দ্বীপে নেই কোনও হোটেল, তাহলে ভাবছেন তো খাকবেন কোথায়?

সেখানেও যে রয়েছে চরম বিলাসিতা। এই দ্বীপে কোনও হোটেল, ভিলা বা রেস্তোরাঁ (Restaurent) নেই। তাতে কী হয়েছে? যারাই আসেন, তারা ইয়টেই (Cruise) সময় কাটান। গরমে ঠান্ডার খোঁজে সুযোগ পেলেই এখানে তারকাদের ভিড় লেগে যায়। এই ভালোবাসার দ্বীপ নিলামে উঠেছে। জানেন? এখানে যদি আপনার সাধের বাড়িটি হয় কেমন হবে ভাবুন তো!

সুন্দর দ্বীপটি বিক্রি হচ্ছে দাম প্রায় ১১ মিলিয়ন ডলারে
যা ভারতীয় মুদ্রায় ৯১ কোটি টাকা। প্রেমের সপ্তাহেই ক্রোয়েশিয়ার আইল্যান্ড অব লাভ বিক্রির ঘোষণা করা হয়েছিল। ইতিমধ্যেই সেটি কিনতে ভিড় করছেন ক্রেতারা।
তবে গোটা দ্বীপ নয়। এক-তৃতীয়াংশ এলাকা বিক্রির কথা জানানো হয়েছে।দ্বীপটির ওই অংশ বিক্রি করে সাজিয়ে তোলা হবে। পর্যটনের জন্য আরও আকর্ষণীয় করে তোলার পরিকল্পনাও রয়েছে। পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে ক্রোয়েশিয়া। দেশটির আরও খ্যাতি বাড়ছে ফুটবলের (Football) জন্য।তাই দ্বীপটির চাহিদাও বাড়ছে কয়েকগুণ।

প্রেমের মাসেই আপনার প্রিয়জনকে উপহার (Gift) দিতে পারেন এই দ্বীপের কিছু অংশ। বিভিন্ন তারকা থেকে বিশিষ্ট ব্যক্তিত্বরা এখানে সময় কাটাতে আসেন। প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে আপনিও আসতে পারেন তো ভালোবাসার দ্বীপে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version