Border-Gavaskar Trophy: দ্বিতীয় টেস্টে অজি দলে ফিরছেন স্টার্ক, হ্যাজলউডের ফেরা নিয়ে রয়েছে ধোঁয়াশা

।। প্রথম কলকাতা ।।

 

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দলে ফিরছেন মিচেল স্টার্ক। স্টার্কের স্কোয়াডে প্রত্যাবর্তন যথার্থভাবেই অজি পেস আক্রমণের শক্তিবৃদ্ধি করবে তা আর বলার অপেক্ষা রাখে না। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন যে মিচেল স্টার্ক দ্বিতীয় টেস্টে উপলব্ধ হতে পারেন। তবে ক্যামেরন গ্রিন এবং জশ হ্যাজেলউডের দলে প্রবেশ নিয়ে সংশয় রয়েছে। এই তিন গুরুত্বপূর্ণ তারকাকে ছাড়াই প্রথম টেস্টে ভারতের বিরুদ্ধে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া দল। নাগপুরে মাত্র আড়াই দিনের লড়াইয়ে এক ইনিংস ও ১৩২ রানে পরাজিত হয় অস্ট্রেলিয়া।

 

মিথসেল স্টার্ক ডিসেম্বরে মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের সময় আঙুলে চোট পেয়েছিলেন। সেই টেস্টে ক্যামেরন গ্রিনের তর্জনী ভেঙে যায়। এবং পরে অস্ত্রোপচার করা হয়। ফাস্ট বোলার জশ হ্যাজেলউড বাম গোড়ালির চোট নিয়ে ভুগছেন। অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টে তাদের তিন বড় ম্যাচজয়ীকে ফেরাতে মরিয়া কারণ তারা প্রথম টেস্টে পরাজয় থেকে প্রত্যাবর্তন করতে চায়। তবে অধিনায়ক কামিন্স নিশ্চিত নন যে তিনজনই মাঠে ফিরতে পারবেন কিনা।

 

অস্ট্রেলিয়ার শোচনীয় পরাজয়ের পর শনিবার কামিন্স বলেন, স্টারকি (স্টার্ক) আজ বা আগামীকাল দিল্লিতে অবতরণ করবে। আমি মনে করি জোশি দিল্লির জন্য পুরোপুরি প্রস্তুত নাও হতে পারে। সে এখন উঠছে এবং দৌড়াচ্ছে, সে সুস্থতার বেশ কাছাকাছি, কিন্তু আমি মনে করি না সে দিল্লির জন্য পুরোপুরি প্রস্তুত হবে। গ্রিনের জন্য একটু অপেক্ষা করতে হবে। এখনও আশা করছি সে খেলবে, সে এখানে বেশ কিছু ভালো হিট করেছে। সে বেশ ভালো বোলিং করছে, আগামী দু-একদিন আমরা তা মূল্যায়ন করব।”

Exit mobile version