FIFA World Cup 2022: ফুটবল বিশ্বকাপের শুরু থেকে ‘গোল্ডেন বুট’ জিতেছেন যে তারকা ফুটবলাররা, দেখুন এক নজরে

।। প্রথম কলকাতা ।।

মরুদেশে শুরু হয়ে গেছে বিশ্বকাপের মহাযজ্ঞ। বিশ্বকাপ জ্বরে কাবু গোটা বিশ্ব। বিশ্বের তাবড় তাবড় দেশগুলি নেমেছে সোনালী ট্রফি জয়ের লড়াইয়ে। প্রতিবারের মতো ছোট ছোট দেশগুলিও ঘটাচ্ছে অঘটন। তবে বিশ্বকাপের মঞ্চে সকলের নজর থাকে কোন ফুটবল তারকা বেশি গোল করছেন। অর্থাৎ বিশ্বকাপে সর্বোচ্চ গোল স্কোরার। সর্বোচ্চ গোলদাতাকে গোল্ডেন বুট দিয়ে পুরস্কৃত করে ফিফা। ২০০৬ সাল পর্যন্ত এই পুরস্কারের নাম ‘গোল্ডেন শু’। এরপর নাম বদলে রাখা হয় ‘গোল্ডেন বুট’।

 

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে একটি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হলেন ফ্রান্সের জাস্ট ফন্টেইন। ১৯৫৪ সালে সুইডেনে আয়োজিত বিশ্বকাপে ১৩টি গোল করে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। সেই রেকর্ড আজও অক্ষত রয়েছে। ঠিক পরেই ১১ গোল করে দ্বিতীয় স্থানে রয়েছেন হাঙ্গেরির স্যান্ডর কোসিস। ১০ গোল করে জার্মানির গার্ড মুলার রয়েছেন তৃতীয় স্থানে। শেষবার রাশিয়া বিশ্বকাপে এই গোল্ডেন বুট পুরস্কার পান ইংল্যান্ডের হ্যারি কেন। চলুন দেখে নেওয়া যাক ফুটবল ইতিহাসের শুরু থেকে কোন কোন ফুটবলার ‘গোল্ডেন বুট’ জিতেছেন।

 

১৯৩০ উরুগুয়ে বিশ্বকাপ : গুইলারমো স্টাবিলে (আর্জেন্টিনা), ৮ গোল
১৯৩৪ ইতালি বিশ্বকাপ: ওল্ডরিচ নেজেডলি (চেকস্লোভাকিয়া), ৫ গোল
১৯৩৮ ফ্রান্স বিশ্বকাপ : লিওনিডাস (ব্রাজিল), ৭ গোল
১৯৫০ ব্রাজিল বিশ্বকাপ: আদেমির (ব্রাজিল), ৮ গোল
১৯৫৪ সুইৎজারল্যান্ড বিশ্বকাপ: স্যান্ডর কোসিস (হাঙ্গেরি), ১১ গোল
১৯৫৮ সুইডেন বিশ্বকাপ: জাস্ট ফন্টেইন (ফ্রান্স), ১৩ গোল
১৯৬২ চিলি বিশ্বকাপ: ফ্লোরিয়ান আলবার্ট (হাঙ্গেরি), ভ্যালেন্টিন ইভানভ (সোভিয়েত ইউনিয়ন), গ্যারিঞ্চা (ব্রাজিল), ভাভা (ব্রাজিল), ড্রাজান জেরকোভিচ (যুগোস্লোভিয়া), লিওনেল সানচেজ (চিলি), ৪ গোল
১৯৬৬ ইংল্যান্ড বিশ্বকাপ : ইউসেবিও (পর্তুগাল), ৯ গোল
১৯৭০ মেক্সিকো বিশ্বকাপ: গার্ড মুলার (জার্মানি), ১০ গোল
১৯৭৪ পশ্চিম জার্মানি বিশ্বকাপ: জিওর্জে লাটো (পোল্যান্ড), ৭ গোল ১৯৭৮ আর্জেন্টিনা বিশ্বকাপ: মারিও কেম্পেস (আর্জেন্টিনা), ৬ গোল
১৯৮২ স্পেন বিশ্বকাপ: পাওলো রোসি (ইতালি), ৬ গোল
১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপ: গ্যারি লিনকার (ইংল্যান্ড), ৬ গোল
১৯৯০ ইতালি বিশ্বকাপ: সালভাতোও শিলাচি (ইতালি), ৬ গোল
১৯৯৪ যুক্তরাষ্ট্র বিশ্বকাপ: ওলেগ সেলেঙ্কো (রাশিয়া), রিস্টো স্টোয়েচকভ (বুলগেরিয়া), ৬ গোল
১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপ: ডেভর সুকার (ক্রোয়েশিয়া), ৬ গোল
২০০২ দক্ষিণ কোরিয়া ও জাপান বিশ্বকাপ: রোনাল্ডো নাজারিও (ব্রাজিল), ৮ গোল
২০০৬ জার্মানি বিশ্বকাপ: মিরোস্লাভ ক্লোজে (জার্মানি), ৫ গোল
২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ: থমাস মুলার (জার্মানি), ৫ গোল
২০১৪ ব্রাজিল বিশ্বকাপ: জেমস রদ্রিগেজ (কলম্বিয়া), ৬ গোল
২০১৮ রাশিয়া বিশ্বকাপ: হ্যারি কেন (ইংল্যান্ড), ৬ গোল

Exit mobile version