Saheb Bhattacharyya: ‘বাংলায় বলিউডের দাদাগিরির বিরুদ্ধে রুখে দাঁড়ালাম’, ভিডিও শেয়ার করে হুঙ্কার সাহেবের

।। প্রথম কলকাতা।।

Saheb Bhattacharya: বাংলায় বলিউডের দাদাগিরি চলতে দেবেন না টলিউডের জনপ্রিয় অভিনেতা সাহেব ভট্টাচার্য। কী এমন হলো যার জন্য এই ধরনের কথা বলছেন তিনি? কোন কারণে বলিউডের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন অভিনেতা? সোশ্যাল মিডিয়ায় এই দিন একটি ভিডিও পোস্ট করেছেন সাহেব (Saheb Bhattacharya)। যেখানে তাঁকে নানা বিষয় নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘আরো এক পৃথিবীর’ প্রেস কনফারেন্সের সময় ঝড় ওঠে। কিসের ঝড়? সম্প্রতি মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘কাবেরী অন্তর্ধান'(Kaberi Antardhan)। বিগত কয়েকদিন ধরে ছবি বক্স অফিসে হিট করেছে। এদিকে আজ রিলিজ করেছে ‘পাঠান’। অভিনেতার কথায়, যে প্রডিউসার পাঠান রিলিজ করছে, তাঁরা জানিয়েছেন সেই সিনেমা হলেই ‘পাঠান’ চলবে, যেখানে শুধুমাত্র ওই সিনেমাই থাকবে। আর এতেই আপত্তি তুলেছেন সাহেব।

তাঁর কথায়, ‘পাঠান’ (Pathaan) নিয়ে তাঁর কোনও দিক থেকেই আপত্তি নেই। তিনিও বাকিদের মতো পাঠান দেখতে যাবেন। কিন্তু তাঁর আপত্তি রয়েছে অন্য জায়গায়। যেখানে বিগত দু’দিন ধরে বক্স অফিসে হাউসফুল ছিল ‘কাবেরী অন্তর্ধান’, সেখানে গতকাল কৌশিক গঙ্গোপাধ্যায়কে (Kaushik Ganguly) ফোন করে জানানো হচ্ছে যে আজ সে একটাই শো পাবে। কটার শো? ১২.৪৫-এর। অভিনেতার কাছে এটা তীব্র প্রতিবাদের একটা জায়গা তৈরি করেছে। তিনি বারবার ভিডিওতে বলে গিয়েছেন তাঁর ছবি নিয়ে কোনও আপত্তি নেই। তাঁর কথা, বান্দ্রায় বসে কেন কেউ এটা ডিসাইড করবে যে বাংলার মাটিতে বাংলার সিনেমা চলবে না, হিন্দি সিনেমা চলবে। তিনি প্রশ্ন করেছেন, ভারতবর্ষের অন্য কোনও রাজ্যে করতে পারবেন এটা? তামিলনাড়ু, কেরল, মহারাষ্ট্রে গিয়ে বলতে পারবেন যে সেখানকার ভাষার ছবি চলবে না? কিন্তু বাংলায় সেটা করতে পারছেন। কারণ বাংলার মানুষ নম্র, সভ্য, ভদ্র একটা জাতি। আমরা সবকিছু আবেগ দিয়ে দেখি বলে, এটা সম্ভব হচ্ছে।

এদিন অভিনেতার ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তাঁর কথায়, বলিউডের দাদাগিরি বাংলার মাটিতে চলতে পারেনা। এদিকে তাঁর ভিডিওর নিচে মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে। কেউ তাঁকে সমর্থন করেছেন, কেউ আবার তাঁর মজা উড়িয়েছেন। কেউ বলেছেন, কথাগুলি চরম সত্য, সঠিক ব্যবস্থা গ্রহণ করা উচিত অবিলম্বে। আবার কেউ প্রশ্ন করেছেন, বাঙালি কি পারবে ‘পাঠান’ বয়কট করতে? আবার কেউ বলেছেন, ‘বলিউডের সুপারস্টার তো আপনাদের অনুপ্রেরণার হাত ধরে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তখন মনে পড়েনি এইসব কথাগুলো’।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version