Sreelekha Tathagata in Police Station: ৫টি কুকুর ছানাকে বিষ দিয়ে নির্মম ভাবে খুন, থানার দ্বারস্থ শ্রীলেখা-তথাগতরা

।। প্রথম কলকাতা ।।

Sreelekha Tathagata in Police Station: পাঁচটি ছোট্ট কুকুর ছানাকে নির্মম ভাবে খুন করা হয়েছে। এমনটাই দাবি শ্রীলেখা, দেবলীনা, তথাগতদের। যে বিষ খাইয়ে পাঁচটি কুকুর ছানাকে হত্যা করা হয়েছে সেই বিষের পরিমাণ এতটাই মারাত্মক ছিল যে কুকুরগুলির লিভারসহ নাড়িভুঁড়ি মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যায়। ঘটনাটি ঘটেছে জোকায় একটি অভিজাত আবাসনে। এই পাঁচটি কুকুর ছানার মৃত্যুর ঘটনায় শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra), দেবলীনা দত্ত (Deblina Dutta) এবং তথাগত মুখার্জি (Tathagatha Mukherjee) দ্বারস্থ হয়েছেন হরিদেবপুর থানায় (Haridevpur Police Station)।

“মানুষ যত উঁচু তলায় উঠছে মানুষের মন তত সংকীর্ণ হয়ে যাচ্ছে” সাংবাদিকদের এমনটাই জানান অভিনেত্রী শ্রীলেখা মিত্র। যদিও কুকুর বিড়ালদের উপর অত্যাচার কিংবা তাদের নির্মমভাবে হত্যা করার ঘটনা একেবারেই নতুন প্রায়ই সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানান ভিডিও দেখতে পাওয়া যায়। যা অত্যন্ত বিকৃত মানসিকতার পরিচয়। এই ধরনের ঘৃন্য ঘটনা ঘটছে আমাদের মানব সমাজে, যার কারণে বারংবার বিভিন্ন সমাজের বিভিন্ন স্তর থেকে প্রতিবাদের সুর উঠে এসেছে। অভিনেতা তথাগত বেশ রাগত স্বরেই জানান, “এই শহরে কারা এরা, যারা মিনিমাম ভদ্রতা সভ্যতাটুকু জানে না, এই লড়াইটা নতুন কিছু নয়, আগের থেকে মানুষ অনেক বেশি সচেতন হয়েছে”। আসলে এখনো আমাদের সমাজে রয়ে গেছে এমন কয়েকজন মানুষ যাদের জন্য কষ্ট পেতে হয় অবলা পশু পাখিদের।

ইচ্ছা করলে কুকুর বিড়ালদের থেকে দূরে থাকা যায়, কিন্তু তা বলে তাদেরকে বিষ দিয়ে হত্যা করা জঘন্য অপরাধের সমান। থানায় অভিযোগের পর অভিনেতা অভিনেত্রীদের দাবি অনুযায়ী, জেনেক্স ভ্যালির ২৩ নম্বর টাওয়ারে পাঁচটি কুকুর ছানাকে বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে। যখন তাদের কাছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ চাওয়া হচ্ছে তখন বলা হয়েছে পাসওয়ার্ড মনে নেই। যদিও হরিদেবপুর থানার পুলিশ এক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা করেছে বলে জানান অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

এর আগেও দেখা গিয়েছিল শ্রীলেখা মিত্রকে এই বিষয়ে প্রতিবাদ করার জন্য এক ঘরে হতে হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক এবং যন্ত্রণাদায়ক ঘটনা বলে মনে করেন অভিনেতা তথাগত মুখোপাধ্যায়। ঘটনাটি ঘটেছিল ২ মার্চ। তখন রহস্যজনক ভাবে পাঁচটি কুকুর ছানার মৃত্যু হয়। ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসে, খাবারের বিষক্রিয়ার কারণে এমনটা হয়েছে। শ্রীলেখারা চাইছেন সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে যাতে অভিযুক্তদের যথাযথ শাস্তি দেওয়া হয়। অপরদিকে আবাসন কর্তৃপক্ষকে বারবার বলা হলেও সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেওয়া হয়নি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version