Gaatchora Serial: দক্ষিণ ইন্ডাস্ট্রি কাঁপাচ্ছে বাংলার ধারাবাহিক! তেলুগুতে ‘গাঁটছড়া’র জয়জয়কার

।। প্রথম কলকাতা ।।

Gaatchora Serial: পছন্দের ধারাবাহিক একের পর এক বন্ধ হওয়ার খবরে দর্শকদের মন খারাপ একদিকে। অন্যদিকে আবার রিমেক জারি রয়েছে বাংলা সিরিয়ালের। কখনও কোনও বাংলা সিরিয়াল যদি দর্শকদের কাছে প্রচুর ভালোবাসা পায়, তাহলে নানা ভাষায় তার রিমেক হয়ে থাকে। তবে এটা শুধু বাংলা সিরিয়ালের ক্ষেত্রে নয়, হিন্দি বা অন্য ভাষার সিরিয়ালের ক্ষেত্রেও একই জিনিস হয়ে থাকে। দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে সোলাঙ্কি রায় (Solanki Roy) এবং গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee) অভিনীত ‘গাঁটছড়া’। এবার এই ধারাবাহিকের তেলুগু ভার্সন শুরু হয়েছে টিভির পর্দায়, যার নাম ব্রহ্মমুডি। ‘এই সময়’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে এমনটাই। এর আগে হিন্দিতে ‘গাঁটছড়া’র (Gaatchora) রিমেক হয়েছে। যার নাম ‘তেরি মেরি ডোরিয়ান’। সেখানে অভিনয়ে রয়েছেন বিজয়েন্দ্র কুমেরিয়া, হিমাংশি পরাশর, রূপম শর্মা, যতীন অরোরা এবং প্রাচী হাডার মতো তারকারা। এবার ধারাবাহিকের ভক্তদের জন্য সুখবর। তেলুগু ভার্সনে দেখা যাবে এই সিরিয়াল।

২০২১-এর ডিসেম্বর নাগাদ স্টার জলসায় ‘গাঁটছড়া’ শুরু হয়েছিল। মুখ্য ভূমিকায় ধারাবাহিকে রয়েছেন সোলাঙ্কি রায়, গৌরব চট্টোপাধ্যায়, শ্রীমা ভট্টাচার্য, অনুষ্কা গোস্বামী, রিয়াজ লস্কর, অনিন্দ্য চট্টোপাধ্যায়। প্রথম থেকেই এই ধারাবাহিক দর্শকদের কাছে ভালোবাসা পেয়েছে। বর্তমানে সোলাঙ্কিকে একেবারে অন্য রূপে দেখা যাচ্ছে ধারাবাহিকে। মূল চিত্রনাট্য অনুযায়ী, সোলাঙ্কির চরিত্র অর্থাৎ খড়ি খুব ভালো আঁকে। অন্যদিকে গয়নার দোকানের মালিক গৌরবের চরিত্র ঋদ্ধিমান। খড়ির দুই বোন দ্যুতি এবং বনি। দ্যুতির মধ্যে অহঙ্কারী মনোভাব রয়েছে, আর বনি টম বয় ধরণের। ধারাবাহিকের শুরুতে ঋদ্ধিমান দ্যুতির প্রেমে পড়েছিল। কিন্তু দ্যুতি ভালোবাসে তাঁর ভাইকে।

আর এভাবেই শুরু হয় গল্প। বিয়ের দিন পালিয়ে যায় দ্যুতি, ঋদ্ধিমানকে বিয়ে করে খড়ি। প্রথমে তাঁদের দু’জনের সম্পর্ক খুব একটা মধুর ছিল না। পরে একে অপরের প্রেমে পড়ে তাঁরা। আর দর্শকদের ভালো লেগেছে গল্পের এই কাহিনী। টিআরপি লিস্টের প্রথমে জায়গা নিয়েছিল এই ধারাবাহিক। কিন্তু এখন নতুনদের ভিড়ে খানিকটা পিছিয়ে পড়েছে স্টার জলসার এই জনপ্রিয় সিরিয়াল। গত সপ্তাহের রিপোর্ট বলছে টিআরপি চার্টের নবম স্থানে রয়েছে এই ধারাবাহিক। এরই মধ্যে এর তেলুগুতে রিমেক হয়েছে। দেখার, ধারাবাহিকের তেলুগু ভার্সন দর্শকদের কতটা মন কাড়তে পারে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version