Sourav Ganguly’s Biopic: সৌরভ গাঙ্গুলীর বায়োপিকে নাম চরিত্রে রণবীর কাপুর! জল্পনা তুঙ্গে

।। প্রথম কলকাতা ।।

Sourav Ganguly’s Biopic: ভারতীয় ক্রিকেটের নাম আসলেই, তাঁর নাম নেওয়া হয়। বলতে গেলে, ক্রিকেটের দুনিয়ায় মহারাজা তিনি। তাঁকে ছাড়া ভারতীয় ক্রিকেটের কথা ভাবা যায় না। তিনি ভারতীয় ক্রিকেটকে এক নতুন দিশা দেখিয়েছেন, এমনকি বদলে ফেলেছিলেন তার দশাও। ২২ গজে তাঁর আশা কোনও রূপকথার কাহিনী থেকে কম নয়। বারবার হোঁচট খেয়েছেন, কিন্তু হাল ছাড়েননি। এবার ক্রিকেটের দুনিয়ায় সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) উত্থান পতনের কাহিনী উঠে আসবে রূপলী পর্দায়। কে অভিনয় করছেন নাম চরিত্রে?

আনুষ্ঠানিকভাবে ছবির ঘোষণা আগেই হয়ে গিয়েছিল। ‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, মুম্বইতে (Mumbai) সদ্য উড়ে গিয়েছিলেন প্রিন্স অফ ক্যালকাটা। প্রি-প্রোডাকশনের কাজের তদারকি করতে সেখানে গিয়েছিলেন সৌরভ। তাঁর সঙ্গে ছিলেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় দাস। যিনি তাঁর বায়োপিকে অন্যতম মুখ্য ভূমিকা নিয়েছেন। প্রযোজক লভ রঞ্জনের সঙ্গে বৈঠক করেছেন তিনি। প্রতিবেদন অনুযায়ী, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছর শুরু হবে তাঁর বায়োপিকের কাজ।

চিত্রনাট্য লিখেছেন সৌরভ নিজে। প্রতিবেদন অনুযায়ী, তিনি জানিয়েছেন, এমন টানটান চিত্রনাট্য লেখা হয়েছে যে, সিট ছেড়ে উঠতে পারবে না কোনও দর্শক। তাঁর জীবনের প্রতিটি ধাপ তুলে ধরা হবে ছবিতে। কোনটা রাখা হবে আর কোনটা বাদ যাবে, সেটা নিয়ে যদিও বা ভাবনা-চিন্তা চলছে। তাঁর ব্যক্তিগত জীবনও কম আকর্ষণীয় নয়‌। ডোনার সঙ্গে তাঁর বিয়ে এবং প্রেম দুটোই উঠে আসবে ছবিতে। কিন্তু সকলের মনে একটাই প্রশ্ন সৌরভের ভূমিকায় দেখা যাবে কাকে? সেই আলোচনা এখনও জারি রয়েছে।

বলা হচ্ছে, তালিকায় শীর্ষে নাম রয়েছে রণবীর কাপুরের। কিন্তু চিত্রনাট্য না শুনে কেউই কমিটমেন্ট দিতে রাজি নয়। তাই দ্রুত তা শেষ করবার কাজ জারি রয়েছে। বুধবার সকালে মায়ানগরী থেকে কলকাতা ফিরেছেন সৌরভ। জানা যাচ্ছে, আগামী মাসে ফের আরও একবার প্রযোজনা সংস্থার জন্য বৈঠকে বসবেন তিনি। এই বছর যদি কাজ শুরু হয়, তাহলে ২০২৫-এর মধ্যে মুক্তি পাবে তা। ছবির বাজেট ২৫০ কোটি টাকা। ২০২১-এ ছবির ঘোষণা করা হয়েছিল। অধীর আগ্রহে সৌরভের বায়োপিক দেখার জন্য বসে রয়েছেন তাঁর ভক্তকূল।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version