।। প্রথম কলকাতা ।।
সোমবার এমসিসি প্রাতঃরাশের টেবিলে প্রাক্তন অস্ট্রেলিয়ান কোচ এবং ওপেনার জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে সাক্ষাতের একটি ছবি পোস্ট করেছেন প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। ছবির পোস্ট ক্যাপশনে ভারতের প্রাক্তন অধিনায়ক লিখেছেন “একজন মানসম্পন্ন বাঁ-হাতি ব্যাটসম্যান .. এমসিসি মিটিং ব্রেকফাস্ট টেবিলে।”
সৌরভ গাঙ্গুলি এবং জাস্টিন ল্যাঙ্গার ২০০১ থেকে ২০০৭ সালের মধ্যে বর্ডার-গাভাস্কার ট্রফির অনেক উত্তেজনাপূর্ণ সংস্করণের অংশ ছিলেন। গাঙ্গুলি যখন ২০০১ সালে ভারতকে একটি ঐতিহাসিক সিরিজ জয়ের নেতৃত্ব দিয়েছিলেন, সেই অস্ট্রেলিয়া দলে ছিলেন জাস্টিন ল্যাঙ্গার। প্রথম ইনিংসে ৫৮ এবং দ্বিতীয় ইনিংসে ২৮ রান করেছিলেন তিনি।
২০০১ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত গাঙ্গুলির নেতৃত্বে টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় দল হিসেবে ফলো-অন করে ম্যাচ জিতেছিল। ভিভিএস লক্ষণের ২৮১ ও রাহুল দ্রাবিড়ের ১৮০ রান এবং হরভজন সিংয়ের হ্যাটট্রিক সহ দুই ইনিংসে ১৩ উইকেটে ১৭১ রানের বড় ব্যবধানে জয় পেয়েছিল ভারত। এছাড়াও ল্যাঙ্গার অ্যাডাম গিলক্রিস্টের নেতৃত্বাধীন সফরকারী দলের অংশ ছিলেন যারা ২০০৪ সালে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল।