IND vs SL: দ্বিতীয় ওয়ানডেতে ভারত শ্রীলঙ্কাকে হারানোর পর ইডেন গার্ডেন্সে লেজার শোয়ে মুগ্ধ সৌরভ গাঙ্গুলি

।। প্রথম কলকাতা ।।

 

বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৪ উইকেট জয় ছিনিয়ে নিয়েছে ভারত। সেই সঙ্গে তিন ম্যাচের ওডিআই সিরিজে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের পকেটে পুরে নিয়েছে ভারতীয় দল। ভারতের জয়ের পর ইডেন গার্ডেন্সে চোখধাঁধানো লেজার শো দেখে অবাক হলেন ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান (বিসিসিআই), সৌরভ গাঙ্গুলি।

 

খেলা শেষ হওয়ার পর লেজার শোতে মায়াবী হয়ে ওঠে ক্রিকেটের নন্দনকানন। ভারতের অন্যতম সফল অধিনায়ক তিন ম্যাচের সিরিজ ২-০ তে জয়ী হওয়ার জন্য মেন ইন ব্লুদের অভিনন্দন জানাতে ভোলেননি। গাঙ্গুলি টুইটারে লিখেছেন, “ভারতীয় দলকে সিরিজ জয়ের জন্য অভিনন্দন… এটি উদযাপনে চমৎকার লেজার শো করার জন্য সিএবি দুর্দান্ত করেছে।”

গুয়াহাটির বারসাপারা স্টেডিয়ামে প্রথম খেলায় নিজের দ্বিতীয় ওয়ানডে শতরানকারী অধিনায়ক দাসুন শানাকা, কুসল মেন্ডিস, চারিথ আসালাঙ্কার তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন কুলদীপ যাদব। কুলদীপ ছাড়াও ফাস্ট বোলার মহম্মদ সিরাজও তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন। ৬৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ভারতের জয় নিশ্চিত করেন কেএল রাহুল।

 

ম্যাচ-পরবর্তী উপস্থাপনা অনুষ্ঠানে রোহিত বলেন, “কেএল এখন দীর্ঘ সময় ধরে ৫ নম্বরে ব্যাট করছে, এটি আপনাকে সেই আত্মবিশ্বাস দেয় যখন একজন অভিজ্ঞ ব্যাটার ৫ নম্বরে ব্যাট করে। এটি ব্যাটসম্যানশিপের একটি ভাল প্রদর্শন ছিল।”

Exit mobile version