।। প্রথম কলকাতা ।।
Sourav Ganguly Virat Kohli: অট্রেলিয়ার কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হারতে হয়েছে ভারতকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯ রানে হারে ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। আর ঠিক সেই কারণেই রোহিত শর্মাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া নিয়ে শুরু হয় চর্চা। অনেকের দাবি, ফের বিরাটের হাতে টেস্ট দলের দায়িত্ব তুলে দেওয়া হোক। আর এইসব কিছু চর্চার মধ্যেই লাল বলের ক্রিকেট থেকে বিরাটের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ব্যাপারে মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। বিরাট কোহলির সঙ্গে সৌরভ গাঙ্গুলির সম্পর্ক যে ‘ভালো না’ তা বিগত কয়েক বছর ধরে ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে কান পাতলেই শোনা যায়। বিরাট কোহলির অধিনায়কত্ব ছাড়ার থেকেই এই তিক্ততা।
সৌরভ গাঙ্গুলি বলেন, বিরাট কোহলি যে অধিনায়কত্ব ছেড়ে দেবে, তার জন্য তৈরি ছিল না বিসিসিআই। কেউ কখনও ভাবেনি দক্ষিণ আফ্রিকার সফররের পর এমনটা ঘটবে। ও কেন টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়েছিল সেটা একমাত্র বিরাটই বলতে পারবে। এটা নিয়ে কোনও কথা হয়নি। এর মাঝে বিরাট টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দেয়। এদিকে নির্বাচকদের কাউকে তো অধিনায়ক পদে নিয়োগ করতে হবে। সেই সময় রোহিত শর্মাই সেরা বিকল্প ছিল। তাই তাঁকেই অধিনায়ক করা হয়।
প্রসঙ্গত, বিরাট কোহলি এমন একটা সময়ে টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়েছিলেন যখন বোর্ডের সঙ্গে তাঁর তীব্র সংঘাত চলছে। এরপর বিরাটকে ওডিআই ফরম্যাটের নেতৃত্ব থেকেও কার্যত সরিয়ে দেওয়া হয়। সমস্যার সূত্রপাত হয় সেখান থেকেই। বিরাট কোহলি ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যে বিবাদ প্রকাশ্যে চলে আসে। কানাঘুষো শোনা গিয়েছিল তিনি নিজে টি-২০ থেকে নেতৃত্ব না ছাড়ার অনুরোধ করেছিলেন বিরাটকে। কিন্তু বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন কোহলি। তাতেই জাতীয় দলের দুই প্রাক্তন অধিনায়কের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। কিন্তু কিছুদিন পর বিষয়টি ধামাচাপা পড়ে যায়। কিন্তু এরপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ফের একবার বিরাট কোহলি ও সৌরভ গাঙ্গুলির মধ্যে নেতৃত্ব নিয়ে পুরনো বিবাদের ঘা নতুন করে দেখা দিতে শুরু করেছে।
উল্লেখ্য, বিরাট কোহলি ও সৌরভ গাঙ্গুলির মধ্যে তিক্ততা মেটা তো দূর, ক্রমেই বেড়ে চলেছিল। তার প্রমান পাওয়া গিয়েছিল চলতি আইপিএলেই দিল্লি বনাম ব্যাঙ্গালোরের ম্যাচে। ম্যাচের পর সৌজন্য বজায় রাখতে একে অপরের সঙ্গে হাত মেলাননি ভারতীয় দলের দুই প্রাক্তন অধিনায়ক আর যা নিয়ে ক্রিকেটপ্রেমীদের চর্চার কারণ হয়ে দাঁড়ায় ভারতের প্রাক্তন দুই অধিনায়ক। কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে, বিরাট অধিনায়ক হলে ছবিটা এ রকম হত না। শোনা যাচ্ছে, বোর্ডে টেস্ট নেতৃত্বের রদবদল নিয়েও জল্পনা চলছে। বিরাট নেতৃত্বে থাকলে কি ছবিটা অন্য রকম হত? সৌরভ বলেছেন, এখন এই আলোচনার কোনও মানে নেই।
আলোচনার শেষ হিসাবে এটাই বলা চলে, সৌরভ গাঙ্গুলি এবং বিরাট কোহলির তিক্ততা কি এখনও মেটেনি? এক-দেড় বছর আগে কোহলির অধিনায়কত্ব ছাড়া নিয়ে ভারতীয় ক্রিকেটে যে মুষলপর্ব শুরু হয়েছিল, তার রেশ কি এখনও রয়ে গিয়েছে? এখন পুরোপুরি তা খোলসা না হলেও, তা বলবে সময়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম