।। প্রথম কলকাতা।।
Sonu Nigam: পদ্মশ্রী সম্মান প্রাপ্ত সঙ্গীত শিল্পী সোনু নিগম সুরের জগতে অন্যতম একটি নাম। তাঁর ভক্ত সংখ্যা অগণিত। কাজেই নিজের পছন্দের শিল্পীকে একবার কাছ থেকে দেখার ইচ্ছে নিয়েই গতকাল মুম্বাইয়ের (Mumbai) চেম্বুর এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছিলেন বহু মানুষ। বলিউডের প্রতিভাবান সঙ্গীত শিল্পী সোনু নিগম (Sonu Nigam) সোমবার সন্ধ্যায় নিজের গান শেষ করে স্টেজ থেকে নামতে গিয়ে দুই ব্যক্তির অভব্য আচরণের মুখোমুখি হন। ভক্তদের সেলফি তুলতে চাওয়ার বিষয়টিকে বিশেষ আমল না দেওয়ায় মঞ্চের সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করা হয় সোনুকে, এমনটাই অভিযোগ।
টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে, শিল্পীকে রক্ষা করতে গিয়ে তাঁর নিরাপত্তা রক্ষীরা এগিয়ে আসেন। এমনকি এগিয়ে আসেন সোনু নিগমের বন্ধু রব্বানি খান (Rabbani Khan)। এই ঘটনায় সনু নিগম বিশেষ আঘাতপ্রাপ্ত না হলেও রব্বানি খানকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এমনকি খারাপ ব্যবহার করা হয় সোনু নিগামের ম্যানেজার সায়রার সঙ্গেও। নিরাপত্তা রক্ষীরাও এই ঘটনার জেরে চোট পান। এক কথায় সোমবার সন্ধ্যায় রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয় অনুষ্ঠানস্থলে।
সেখান থেকে বেরিয়ে বন্ধু রব্বানি খান এবং বডিগার্ডকে নিয়ে তিনি হাসপাতালে পৌঁছে যান। কোনোরকম গুরুতর আঘাত রয়েছে কিনা তা পরীক্ষা করা হয় এক্সরের মাধ্যমে। ঘটনার পরে ই-টাইমসের তরফ থেকে সঙ্গীত শিল্পীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। সোনু নিগমের তরফ থেকে জানানো হয়, এই ধরনের অপ্রত্যাশিত দুর্ভাগ্যজনক ঘটনা সত্যিই ঘটেছে। এএনআই সংবাদ সংস্থা সূত্রে জানা যায় , পরবর্তীতে সোনু নিগম চেম্বুর পুলিশ স্টেশনে (Chembur Police Station) এসে উপস্থিত হন। সোমবার সন্ধ্যার সমস্ত ঘটনা সম্পর্কে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তাঁর বয়ানও রেকর্ড করে।
সূত্রের খবর অনুযায়ী, চেম্বুরের ওই অনুষ্ঠানটি চার দিন ধরে চলছিল। সেই অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন একাধিক তারকারা। সোমবার অনুষ্ঠানের অন্তিম দিন ছিল। আর সেই দিনই নিজের কন্ঠের জাদু ছড়ানোর আমন্ত্রণ পেয়েছিলেন শিল্পী সোনু নিগম। কিন্তু তাঁর সাথে এই ধরনের ঘটনা ঘটায় রীতিমতো হতভম্ব হয়ে যান শিল্পী নিজে। টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে শিবসেনার বিধায়ক প্রকাশ ফাটারপেকারের ছেলে এবং ভাইপোর দিকে।
Singer Sonu Nigam who raised his voice about Azan Loudspeakers attacked by Janab Uddhav Thackeray MLA Prakash Phaterpekar and his goons in music event at Chembur. Sonu has been taken to the hospital nearby. pic.twitter.com/32eIPQtdyM
— Sameet Thakkar (Modi Ka Parivar) (@thakkar_sameet) February 20, 2023
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম