Sohag Jol: ‘দূরে গিয়ে কাছে আসার গল্প’, প্রথমবার‌ একসঙ্গে শ্বেতা-হানি

।। প্রথম কলকাতা ।।

Sohag Jol: সংসারে থাকতে গেলে মানিয়ে নিতে হয়। বেশিরভাগ সময়ে এই কথাটা বলা হয়ে থাকে মেয়েদেরকে। কিন্তু এবার সেই সংসার থেকে দূরে গিয়ে কাছে আসার গল্প বলবে ‘সোহাগ জল’। জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক। প্রথমবার একসঙ্গে জুটি বেঁধেছেন শ্বেতা ভট্টাচার্য ও হানি বাফনা। আগামী ২৮ তারিখ থেকে সোম-শনি রাত ৯টায় টিভির পর্দায় হাজির হচ্ছে এই নতুন জুটি।

বুধবার Instagram-এ জি বাংলার পক্ষ থেকে এই ধারাবাহিকের প্রোমো শেয়ার করা হয়েছে। যেখানে কাদম্বিনীর শিক্ষক দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়কে এক আলাদা ভূমিকায় দেখা গিয়েছে। প্রোমোতে হানির চরিত্রটি দেখে মনে হয়েছে, সে সবকিছু সময়ে করতে পছন্দ করে। এমনকি সকালের খাবারের সময় পেরিয়ে গেলে সে তা মুখে নেন না। অন্যদিকে শ্বেতার চরিত্র জয়ী সবদিক সামলে সকলের মন পাওয়ার চেষ্টা করে। কিন্তু তাও শুনতে হয় সে অনেক দেরি করে ফেলেছে কাজ করতে। তাই অনিচ্ছা সত্ত্বেও সাজানো সংসার ফেলে রেখে তাঁকে দূরে যেতে হয়।

আর এই দূরে গিয়েও কাছে আসার গল্প নিয়ে শুরু হচ্ছে ‘সোহাগ জল’। এক কথায় ধারাবাহিক শুরু হচ্ছে বিচ্ছেদ দিয়ে। এর আগে ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে দেখা গিয়েছে শ্বেতাকে। তারপর দেবের সঙ্গে ‘প্রজাপতি’র শ্যুটিং সেরে ফের পর্দায় ফিরছেন অভিনেত্রী। অন্যদিকে হানি বাফনাকে শেষ দেখা গিয়েছে স্টার জলসার ‘গ্রামের রাণি বাণীপানি’ ধারাবাহিকে। নতুন ধারাবাহিক ‘সোহাগ জল’-এর জন্য প্রাইম টাইম বেছে নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। বিগত বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, শেষ হতে চলেছে ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিক। যদিও এখনও সেই নিয়ে তেমন কিছু জানা যায়নি। জানা যাচ্ছে, কয়দিনের জন্য রাতের স্লটে দেখানো হতে পারে ধারাবাহিককে। এখন দেখার হানি ও শ্বেতার জুটিকে কতটা পছন্দ করে দর্শকরা।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version