ICC ODI Rankings: ওয়ানডে ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেলেন শুভমান গিল, এক ধাপ এগোলেন বিরাট কোহলি

।। প্রথম কলকাতা ।।

 

ICC ODI Rankings: চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2023) গুজরাট টাইটান্সের হয়ে সূচনাটা দুর্দান্ত করেছিলেন শুভমান গিল (Shubman Gill)। তবে দ্বিতীয় ম্যাচে রান পাননি। তবে, ৫ এপ্রিল বুধবার আপডেট হওয়া সর্বশেষ আইসিসি ওডিআই র‌্যাঙ্কিংয়ে ওডিআই ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য তাকে পুরস্কৃত করা হয়েছে। সর্বশেষ ব্যাটিং তালিকায় গিল তার ক্যারিয়ারের সেরা অবস্থানে ৪ নম্বরে উঠে এসেছেন। গিলের পয়েন্ট ৭৩৮, যা ৩ নম্বরে থাকা পাকিস্তানের ইমাম-উল-হকের থেকে মাত্র ২ পয়েন্ট কম।

 

শুভমান গিলের উত্থানে ব্যাটিং তালিকায় ৪ নম্বর থেকে ৭ নম্বরে নেমে গেছেন কুইন্টন ডি কক। দক্ষিণ আফ্রিকান ব্যাটারের পতনে এক ঘর লাফিয়ে ৬ নম্বরে উঠে এসেছেন বিরাট কোহলি (Virat Kohli)। মার্চ মাসে ঘরের মাঠে ভারতের ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩টি ওয়ানডেতে গিল মাত্র ৫৭ রান করতে পেরেছিলেন। তবে, ভারতের এই তারকা ব্যাটার খেলার ৫০-ওভারের ফর্ম্যাটে রাজকীয় ফর্মে ছিলেন। ক্যালেন্ডার বছরে ৩টির সেঞ্চুরি করেছিলেন। অন্যদিকে, কোহলি চলতি বছরে ওয়ানডেতে ২টি শতরান ও একটি ফিফটি সহ ৪২৭ রান করেছেন।

 

অধিনায়ক রোহিত শর্মাও ৮ নম্বরে নিজের অবস্থান ধরে রাখার কারণে ভারতের শীর্ষ ১০-এ ৩ ব্যাটার জায়গা করে নিয়েছে। ওয়ানডে বোলিং তালিকায় মহম্মদ সিরাজ তার তৃতীয় স্থান ধরে রেখেছেন এবং দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।

Exit mobile version