Ind vs Sl : আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেক ঘটতে পারে শুভমান গিল ও রাহুল ত্রিপাঠির, দেখুন দুই দলের সম্ভাব্য একাদশ

।। প্রথম কলকাতা ।।

মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিরুদ্ধে লড়াইয়ে নামছে ভারত। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় দিয়ে নতুন বছরের শুরু করতে প্রস্তুত হার্দিকবাহিনী। ২০২২ টিম ইন্ডিয়ার জন্য খুব একটা ভালো বছর ছিল না। তবে  ২০২৩ সালের সূচনাটা মধুর করতে চাইবে ভারত। দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে সিরিজের জন্য একটি তরুণ এবং অপেক্ষাকৃত অনভিজ্ঞ স্কোয়াড তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। হার্দিকের ডেপুটি হিসেবে থাকছেন সূর্যকুমার যাদব। প্রথম ম্যাচে ভারতীয় দলের কাছে বড় প্রশ্ন ওপেনিং কম্বিনেশনে টিম ম্যানেজমেন্ট কাদের বেছে নেবে। শুভমান গিল, ইশান কিষাণ, এবং রুতুরাজ গায়কওয়াড়রা সবাই সাদা বলের ক্রিকেটে ফর্মে রয়েছেন। আমরা আশা করতে পারি যে শুভমান গিল টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের হয়ে অভিষেক ঘটাবেন এবং তাঁকে সঙ্গ দিতে পারেন ঈশান কিষাণ।

রাহুল ত্রিপাঠী মঙ্গলবার ভারতের হয়ে তার বহু প্রতীক্ষিত অভিষেক করতে পারেন এবং যাদব তার প্রিয় ৪ নম্বর স্থানে খেললে ৩ নম্বরে নামতে পারেন ত্রিপাঠি। পরবর্তী স্থানে দীপক হুডা এবং সঞ্জু স্যামসনের মধ্যে একজন সুযোগ পেতে পারেন। ছয় নম্বরে থাকবেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া দলে উমরান মালিক, আরশদীপ সিং হবেন প্রধান দুই পেসার। তাদের যোগ্য সঙ্গ দেবেন হর্ষাল প্যাটেল। স্পিনার হিসেবে থাকছেন অক্ষর প্যাটেল এবং যুজবেন্দ্র চাহাল।

সম্ভাব্য একাদশ :
ভারত: ঈশান কিষাণ, শুভমান গিল, রাহুল ত্রিপাঠি, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেট-রক্ষক), হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, আরশদীপ সিং, উমরান মালিক।

শ্রীলঙ্কা : পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেট-রক্ষক), ধনঞ্জয়া ডি সিলভা, ভানুকা রাজাপাকসে, চারিথ আসালঙ্কা, দাশুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, মাহিশ থেকশানা, লাহিরু কুমারা, প্রমোদ মদুশান।

Exit mobile version