।। প্রথম কলকাতা ।।
পিঠের চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়েলেন ভারতের ব্যাটার শ্রেয়াস আইয়ার। মঙ্গলবার, ১৭ জানুয়ারী বিকেলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কথা ঘোষণা করেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটার রজত পাতিদারকে তার বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০২২ সংস্করণে আরসিবি-র হয়ে একটি অত্যাশ্চর্য সেঞ্চুরির মাধ্যমে পাতিদার ভারতীয় ক্রিকেটে নিজের নাম তুলে ধরেন। বর্তমানে রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন পাতিদার।
ভারত সম্ভবত শ্রেয়াস আইয়ারের জায়গায় ঈশান কিশানকে খেলাতে পারে এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলে অতিরিক্ত অলরাউন্ডার নিয়ে মাঠে নামতে পারে টিম ইন্ডিয়া। ৩ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কাকে পরাজিত করে আত্মবিশ্বাসে ফুটছে ভারতীয় দল। সেই জয়ের ধারা শ্রীলঙ্কার বিরুদ্ধেও অব্যাহত রাখতে চাইবে ভারত। কিউয়িদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে নজরে থাকবেন বিরাট কোহলি। যিনি বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন। যেখানে তিনি তার শেষ চার ম্যাচে ৩টি সেঞ্চুরি করেছেন। কোহলির পাশাপাশি সূর্যকুমার যাদব এবং ইশান কিশানের মতো তরুণ তারকারা বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়ার চেষ্টা করবেন।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ইশান কিশান (উইকেটরক্ষক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, কেএস ভরত (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রজত পাতিদার, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মহম্মদ শামী, মহম্মদ সিরাজ, উমরান মালিক