Border Gavaskar Trophy: পিঠের চোট কাটিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিল্লি টেস্টে দলে ফিরছেন শ্রেয়াস আইয়ার

।। প্রথম কলকাতা ।।

 

১৭ ফেব্রুয়ারি, শুক্রবার থেকে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে যোগ দিতে চলেছেন শ্রেয়াস আইয়ার৷ পিঠের চোটের কারণে নাগপুরের ভিসিএ স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলতে পারেননি এই ডানহাতি ব্যাটার। তার জায়গায় প্রথম টেস্টে অভিষেক করেন সূর্যকুমার যাদব।

 

বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে সফলভাবে তার পুনর্বাসন সম্পন্ন করার পরে আইয়ারকে বিসিসিআই মেডিকেল টিম খেলার অনুমতি দিয়েছে। শ্রেয়স আইয়ার যদি প্রথম একাদশে জায়গা করে নেন, তাহলে সূর্যকুমার যাদব এবং কেএস ভরতের মধ্যে একজনকে দল থেকে বাদ পড়তে হবে। ভরত বাদ পড়লে, কেএল রাহুল সেই ক্ষেত্রে উইকেট-রক্ষকের ভূমিকা পালন করবেন।

 

নাগপুরে উদ্বোধনী টেস্টে একটি বড় জয় পেয়েছে ভারত। ইনিংস ও ১৩২ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে রোহিত বাহিনী। সেই সঙ্গে চার ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। বড় জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্রমতালিকায় নিজেদের জায়গা শক্ত করেছে তাঁরা। ফাইনালে সরাসরি জায়গা করে নিতে পরবর্তী তিন ম্যাচের দুটিতে জয় পেতেই হবে রোহিত বাহিনীকে।

Exit mobile version