Crime Petrol: সোনির জনপ্রিয় শোয়ে শ্রদ্ধা হত্যাকান্ড! বিতর্ক শুরু হতেই কী সাফাই দিল চ্যানেল?

।। প্রথম কলকাতা ।।

Crime Petrol: সম্প্রতি প্রেমিকার উপর রাগে তাঁকে খুন করে দেহ টুকরো টুকরো করে ফেলার ঘটনা, শোরগোল ফেলে দিয়েছিল চারিদিকে। রাজধানীর বুকে এমন মর্মান্তিক এক ঘটনা ঘটেছে, যা কখনও ভোলার নয়। এবার সেরকমই একটি ঘটনা তুলে ধরা হয়েছে সোনি চ্যানেলের জনপ্রিয় শো ‘ক্রাইম পেট্রোল’-এ (Crime Petrol)। এই শোয়ের সাম্প্রতিক একটি এপিসোডে এই ঘটনার হুবহু মিল রয়েছে। গোটা দেশে দিল্লির শ্রদ্ধা হত্যা মামলা গত বছর সাড়া ফেলে দিয়েছিল। যা নিয়ে শুরু হয়েছে নানা বিতর্ক। ‘এই সময়’ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ‘ক্রাইম পেট্রোলে সেরকমই একটি ঘটনার প্রতিচ্ছবি দেখে শোরগোল পড়ে গিয়েছে। কিন্তু টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এপিসোডের সঙ্গে বাস্তবের ঘটনার কোনও মিল নেই।

উল্লেখ্য, গেল বছরের শেষের দিকে গোটা দেশকে শ্রদ্ধা হত্যাকাণ্ড (Shraddha Murder Case) নাড়িয়ে রেখে দিয়েছিল। আফতাব পুনাওয়ালার বিরুদ্ধে গার্লফ্রেন্ডকে খুন করে দেহ টুকরো টুকরো করে ফ্রিজে সাজিয়ে রাখার অভিযোগ উঠেছে। বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে সে। শ্রদ্ধা ওয়ালকারকে নৃশংসভাবে হত্যার কথা স্বীকার করেও নিয়েছে পুনাওয়ালা। যদিও তাঁর বিরুদ্ধে এখনও কোনও শাস্তি ঘোষণা করা হয়নি। আর তার মাঝেই এই ঘটনার সঙ্গে মিল রেখে একটি এপিসোড দেখা গিয়েছে Sony চ্যানেলের জনপ্রিয় শো ‘ক্রাইম পেট্রোল’-এ। যা নিয়ে একপ্রকার রেগে গিয়েছেন নেটিজেনরা। আহমেদাবাদ-পুনে মার্ডার কেস নামে ওই এপিসোডে, এই ঘটনার সঙ্গে অবিকল মিল রেখে এক প্রেমিক-প্রেমিকার জুটিকে দেখানো হয়েছে। এদিকে সোনি লিভের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এটি একটি কাল্পনিক এপিসোড। ২০১১-র একটি ঘটনার প্রেক্ষাপটে এটি তৈরি হয়েছে। শ্রদ্ধা ওয়ালকার খুনের ঘটনার সঙ্গে কোনও মিল নেই’। এখনও যেহেতু কেসটি আদালতে বিচারাধীন, তাই টিভির পর্দায় তাকে তুলে আনতে চাননি চ্যানেলের নির্মাতারা।

তবে বাস্তবের ঘটনার সঙ্গে এপিসোডে মিল দেখা গেলে, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। রিপোর্ট অনুযায়ী চ্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সোশ্যাল মিডিয়ায় অনেকেই ক্রাইম পেট্রোলের সদ্য সম্প্রচারিত হওয়া একটি এপিসোড নিয়ে আলোচনা করেছেন। অনেকেই সেই ঘটনার সঙ্গে সদ্য হওয়া একটি ঘটনার মিল পেয়েছেন। তবে পরিষ্কারভাবে এটা জানাতে চাই, বাস্তবকে ভিত্তি করে কাল্পনিক ঘটনা তৈরি করে থাকি আমরা। প্রত্যেকটা এপিসোড তৈরি করার বিষয়ে যথেষ্ট সংবেদনশীল আমরা। কিন্তু দর্শকদের কাছ থেকে এসব প্রতিক্রিয়া পাওয়ার পরে আমরা উক্ত এপিসোডের সম্প্রচার বন্ধ করলাম’।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version