Pathaan vs Shehzada: ‘পাঠান’ ঝড়ে টিকতে পারবে না ‘শেহজাদা’ ! বদলে গেল কার্তিকের ছবি মুক্তির তারিখ

।। প্রথম কলকাতা ।।

Pathaan vs Shehzada: কিং খানের কামব্যাক ছবি ‘পাঠান’ (Pathaan) নিয়ে দর্শকদের মধ্যে একটা উন্মাদনা আগে থেকেই সৃষ্টি হয়েছিল। ট্রেলার আর তারপর পাঠানের গানগুলি আরও বেশি আকৃষ্ট করেছিল দর্শকদের। তবে ২৫ জানুয়ারি ছবিটি বড় পর্দায় মুক্তি পাওয়ার পর থেকে যেন বক্স অফিসে পাঠান ম্যানিয়া ছড়িয়ে গিয়েছে। মাত্র ছয় দিনে ৬০০ কোটি টাকারও বেশি উপার্জন করেছে এই ছবিটি। কাজেই এরকম পরিস্থিতিতে কার্তিক আরিয়ানের আগামী ছবি ‘শেহজাদা’ (Shehzada) মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন পরিচালক রোহিত। পাঠান ঝড়ের কবল থেকে ‘শেহজাদা’কে বাঁচাতে এই সিদ্ধান্ত তাদের।

সোমবার সিনেমার প্রযোজক সংস্থার তরফ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর সেখানেই জানিয়ে দেওয়া হয়েছে ‘শেহজাদা’ ছবিটি ১০ ফেব্রুয়ারি রিলিজ হওয়ার কথা থাকলেও সেটি রিলিজ করা হবে ১৭ ফেব্রুয়ারি। মূলত ভ্যালেন্টাইন্স উইককে মাথায় রেখে এই ছবিটি মুক্তি পেতে চলেছিল সিলভার স্ক্রিনে। কিন্তু বর্তমানে যেভাবে পাঠান দর্শকদের মন ছুঁয়ে যাচ্ছে এবং দর্শকদের মধ্যে আলাদাই ক্রেজ দেখা দিয়েছে তাই কোন রকম ঝুঁকি নিতে চাইছেন না ‘শেহজাদা’ কারিগররা। শাহরুখের ‘পাঠান’কে সম্মান জানিয়ে তাই পিছিয়ে দেওয়া হয়েছে রিলিজ ডেট।

এই ছবিটিতে মুখ্য ভূমিকা দেখা যাবে কার্তিক আরিয়ান (Kartick Ariyan) এবং কৃতি শ্যাননকে (Kriti Shanon)। রোহিত ধাওয়ানের ছবি ‘শেহজাদা’ রাজামৌলির সুপারহিট সিনেমা Ala Vaikunthapurramuloo -এর আদলে তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ছবির ট্রেলারে স্পষ্ট যে, এটি হাসি ঠাট্টা, দারুণ অ্যাকশন এবং মিষ্টি একটা প্রেমের গল্প নিয়ে দর্শকদের মন ছুঁয়ে যাওয়ার মত প্যাকেজ। কীভাবে একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে থেকে ‘শেহজাদা’ হয়ে ওঠা যায় সেই গল্পকে কেন্দ্র করেই ছবি এগিয়ে চলবে। কিন্তু তা দর্শকদের মন কতটা ছুঁতে পারবে এই হিসাব বলবে বক্স অফিস।

অন্যদিকে ২৫ জানুয়ারি মুক্তি পায় শাহরুখের ছবি ‘পাঠান’। তারপরের দিন ২৬ জানুয়ারি ছিল প্রজাতন্ত্র দিবস। সেই ছুটির আমেজকে কাজে লাগিয়ে দর্শকরা সকাল থেকেই ভিড় জমান দেশের বিভিন্ন সিনেমা হল গুলিতে। আর যার ফলাফল বর্তমানে একেবারেই জলের মতো স্পষ্ট।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version