সাকিব দেশে ফিরতেই শুরু বিতর্ক! তবে কী কোচ হাতুরুসিংহের উপর আস্থা হারালেন বাংলাদেশ অধিনায়ক?

।। প্রথম কলকাতা ।।

রান করার ব্যাটটা মনে হয় দেশে ফেলে এসেছেন বাংলাদেশের অধিনায়ক। বিশ্বকাপে সেমিফাইনালের রাস্তা কঠিন হতেই সেই ব্যাট আনতেই বোধহয় দেশে ফিরলেন সাকিব আল হাসান। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার কাছে ১৪৯ রানের লজ্জাজনক ভাবে পরাজিত হয় বাংলাদেশ। মাহমদুল্লাহ-র সেঞ্চুরি ছাড়া এই ম্যাচে বাংলাদেশের পক্ষে আর উল্লেখযোগ্য কিছুই ছিল না। ফলে লজ্জার সাক্ষী থাকতে হয়েছে বাংলাদেশকে। এই ম্যাচে হারের ফলে সেমিফাইনালে যাওয়ার রাস্তা কার্যত বন্ধ হয়ে গেছে বাংলাদেশের জন্য।

প্রোটিয়াদের বিরুদ্ধে হারের পর বুধবার সকালেই মুম্বই থেকে ঢাকার বিমান ধরেন বাংলাদেশের অধিনায়ক। বিশ্বকাপের মতো এত গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার মাঝে সাকিবের দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। চলতি বিশ্বকাপে একেবারেই ভালো অবস্থানে নেই টাইগাররা। পরপর চার ম্যাচে হারের মুখ দেখেছে সাকিববাহিনী। সেই সঙ্গে ছন্দে নেই বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। ভারতের বিরুদ্ধে চোটের কারণে খেলতে পারেননি সাকিব। তবে বাংলাদেশের অন্যান্য ম্যাচগুলোতে খেললেও একেবারেই ছাপ ফেলতে পারেননি তিনি। ব্যাট হাতে তাঁর সর্বোচ্চ স্কোর ৪০। মোট রান ৫৬।

বোলিংয়েও নিজের সেরা ফর্মের ধারেকাছে নেই সাকিব। সব মিলিয়ে, বিশ্বকাপে একেবারে ব্যর্থ বাংলাদেশ অধিনায়ক। সূত্রের খবর, সাকিবের মনে হয়েছে তিনি ছন্দের অভাবে ভুগছেন। তাই ছোটবেলার কোচের কাছে গিয়ে ভুল শুধরে নিতে চান। আর সেই কারণেই নাকি তাঁর দেশে ফেরা। তবে কী কোচ চন্ডিকা হাতুরুসিংহের উপর আস্থা রাখতে পারছেন না সাকিব? বুধবার দুপুরে মিরপুর স্টেডিয়ামে দেখা যায় সাকিব আল হাসানকে। ইন্ডোরে নিজের কোচ নাজমুল আবেদিনের কাছে বেশ কিছুক্ষণ ব্যাটিং অনুশীলন করেছেন বাংলাদেশ অধিনায়ক। কোথায় ভুল হচ্ছে তা ঠিক করার চেষ্টা করেছেন। ২৭ অক্টোবর শুক্রবার তিনি ভারতে ফিরবেন বিশ্বকাপের পরের ম্যাচ খেলতে। বিশ্বকাপে টাইগারদের পরের ম্যাচ কলকাতার ইডেনে, প্রতিপক্ষ নেদারল্যান্ডস।

সাকিব দেশে ফিরতেই তৈরি হয়েছে বিতর্ক। বিশ্বকাপের শুরুর আগে থেকেই একাধিক বিতর্কে জড়িয়েছেন বাংলাদেশ অধিনায়ক। এই প্রথম নয় এশিয়া কাপের মাঝেও দেশে ফিরেছিলেন তিনি। বিশ্বকাপের দল থেকে তামিম ইকবালের বাদ পড়া নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল বাংলাদেশ অধিনায়ককে। আর এবার বিশ্বকাপে দলের কঠিন পরিস্থিতিতে দেশে ফিরেছেন সাকিব। যা মোটেও ভালো চোখে দেখছেন না অনেকে। গত ম্যাচে হারের পর মাহমদুল্লাহ জানিয়েছেন তাঁর অনেক কিছু বলার আছে এবং সেটা তিনি সঠিক সময়ে বলবেন। সবমিলিয়ে বর্তমানে একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। এই পরিস্থিতিতে বিশ্বকাপের বাকিম্যাচে কী মাথা তুলে দাঁড়াতে পারবে বাংলাদেশ? সেই দিকেই তাকিয়ে সমর্থকরা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version