।। প্রথম কলকাতা ।।
ছবিতে এই প্রায় ৮০ বছরের বৃদ্ধকে চিনতে পারছেন? ভালো করে দেখে বলুন তো ইনি কে? বাংলাদেশের সুপারস্টার শাকিব খান, কিন্তু এত তাড়াতাড়ি বুড়ো হয়ে গেলেন কী করে? যা হইচই ফেলে দিয়েছে নেট পাড়ায়। পরনে সাদা পায়জামা-পাঞ্জাবি লম্বা লম্বা সাদা চুল, দাড়ি মলিন মুখে বসে রয়েছেন শাকিব। কীসের এত চিন্তা? কুড়ি বছরের কেরিয়ারে এ যেন অন্য শাকিব! দেখে তাজ্জব ভক্তরা। প্রথমে অনেকেই চিনতে পারেননি এমন লুক আনা কতটা কঠিন ছিল? এই লুক তৈরিতে জলের মতো খরচ হয়েছে টাকা। কত দিন সময় লেগেছে? এই মেকআপ কীভাবে করা সম্ভব হল?
জানলে অবাক হয়ে যাবেন। সম্প্রতি শাকিব খানের অভিনীত প্রিয়তমা ছবির পোস্টার প্রকাশ পেতেই ভাইরাল শাকিবের বৃদ্ধ লুক।
প্রথম দর্শনে দেখা গিয়েছিল কোঁকড়া চুলের রাফ অ্যান্ড টাফ শাকিবকে উড়ন্ত লম্বা চুলে দেখা গিয়েছে অ্যাকশন সিকোয়েন্সের পোস্টারে, কিন্তু এই পোস্টারে একদম অন্য রূপ চামড়ায় বয়সের ছাপ। পাজামাতেও ছোপ ছোপ দাগ। প্রবীণের বেশে লম্বা চুলের শাকিবের এই রূপ দেখে অবাক নেটপাড়া। প্রিয়তমা সিনেমায় এন্ট্রি, অ্যাকশন, সিকোয়েন্স আর দুটো গানের প্রতিটি লুক থেকে শুরু করে কস্টিউম আলাদাভাবে ডিজাইন করা হয়েছে। এমনটাই জানা গিয়েছে এই সংবাদমাধ্যমে। শাকিব খানও তার চরিত্রের পূর্ণতা দিতে অক্লান্ত পরিশ্রম করেছেন। হেয়ার এক্সটেনশনের সাহায্যে চুলের স্টাইল করতে সময় লাগত প্রচুর। শাকিব খান দুর্দান্ত ভাবে সেটা ক্যারিও করেছেন। এই মেকআপের জন্য কতটা কষ্ট হয়েছে জানেন?
শাকিব খানের এই লুক দেখে মনে হবে যেন এক বৃদ্ধ প্রিয়তমার অপেক্ষায় এক প্রেমিক অনন্তকাল ধরে বসে রয়েছেন। শোনা যাচ্ছে, শাকিবের এই বুড়ো সাজের জন্য প্রতিদিন প্রায় ছয় থেকে সাত ঘন্টা সময় লাগত। সকাল সাতটা থেকে অভিনেতা মেকআপের সময় দিতেন পুরো মেকআপ টিমের সময় লেগেছে ১৫ দিন। প্রিয়তমা সিনেমার সব থেকে কঠিন সাজের একটি শাকিবের এই বৃদ্ধ লুক। এখানে খরচ কম হয়নি। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এই লুকের জন্য খরচ হয়েছে প্রায় পাঁচ লক্ষ টাকা। পুরো লুকটা আনতে শাকিব খানের মুখের মাপ নিয়ে কাজ শুরু হয়েছিল। এই প্রস্থেটিক মেকাপ করা কিন্তু এক্কেবারে সহজ নয়। বেশ সময় সাপেক্ষ আর ধৈর্যের ব্যাপার। মেকআপ করতে যেমন সময় লাগে মেকআপ তুলতে আবার তিন ঘন্টা পর্যন্ত সময় লাগে।
শাকিব খান নিজেও এই লুকের পোস্টার শেয়ার করে ক্যাপশনে লিখেছেন আছি তোমারই অপেক্ষায়। শোনা যাচ্ছে, শাকিব নাকি এই অংশটা নিয়ে বেশ দোটানায় ছিলেন। মিনিট ছয় সাতেকের একটা অংসে শাকিব খান অভিনয় করবেন কিনা তাই নিয়েও চিন্তায় ছিল গোটা টিম। যদিও চিত্রনাট্য শোনার পর অভিনেতা নিজেই বেশ আগ্রহী হয়ে ওঠেন। এখন শুধু মানুষ হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমার মুক্তির জন্য অপেক্ষায় রয়েছে। এই ঈদে মুক্তি পাবে শাকিব খান এবং কলকাতার ইধিকা পাল অভিনীত এই ছবি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম