IPL 2023: সাকিবের বিকল্প খুঁজে নিল কলকাতা নাইট রাইডার্স, দলে নিল ইংল্যান্ডের মারকুটে এই ব্যাটারকে

।। প্রথম কলকাতা ।।

IPL 2023: চলতি ২০২৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মরসুমের জন্য ইংল্যান্ডের তারকা ব্যাটার জেসন রয়কে (Jason Roy) দলে নিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। বুধবার, ৫ এপ্রিল ইংল্যান্ডের তারকা ওপেনারকে দলে নেওয়ার কথা ঘোষণা করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।

আইপিএল এক বিবৃতিতে জানিয়েছে, “কলকাতা নাইট রাইডার্স (KKR) টাটা আইপিএল ২০২৩-এর জন্য ২.৮ কোটিতে ইংল্যান্ডের জেসন রয়কে সই করেছে৷ শ্রেয়াস আইয়ার পিঠের চোটের কারণে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন। এবং বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান এই মরসুমের জন্য তার অনুপলব্ধতা নিশ্চিত করেছেন।”

জাতীয় দলে ফেরার পর থেকেই ভালো ফর্মে আছেন ইংল্যান্ডের তারকা ওপেনার জেসন রয়। তারকা ব্যাটার জাতীয় দলে ফিরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করেন এবং তারপর বাংলাদেশে বিরুদ্ধে ওয়ানডে সিরিজে আরেকটি সেঞ্চুরি করেন। অংশ নিয়েছিলেন পাকিস্তান প্রিমিয়ার লিগেও। বাবর আজমের পেশোয়ার জালমির বিপক্ষে ২৪০ রান তাড়া করতে গিয়ে মাত্র ৬৩ বলে ১৪৫ রানের অপরাজিত ইনিংস খেলেন এই ওপেনার।

এর আগে ২০১৭ ও ২০১৮ মরসুমের আইপিলে খেলেছেন জেসন রয়। ২০২১ মরসুমেও সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে খেলতে দেখা গিয়েছে রয়কে। পাঁচ ম্যাচে করেছিলেন ১৫০ রান। ছিল একটি হাফ-সেঞ্চুরিও। তবে মারকুটে ব্যাটার কবে ভারতে আসবেন, সে বিষয়ে আপাতত কেকেআরের তরফে কিছু জানানো হয়নি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version