IPL 2023: আয়ারল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট দলে সাকিব-লিটন, অপেক্ষা বাড়ল কেকেআরের

।। প্রথম কলকাতা ।।

IPL 2023: মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ৪ এপ্রিল থেকে শুরু হতে চলা আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য বাংলাদেশের স্কোয়াডে রাখা হয়েছে সাকিব আল হাসান (Shakib Al Hasan) ও লিটন দাসকে (Litton Das)। অর্থাৎ টেস্ট ম্যাচ শেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) খেলতে ভারতে যেতে পারবেন সাকিব ও লিটন। দুই খেলোয়াড়ই চলতি মরসুমে কলকাতা নাইট রাইডার্স দলে রয়েছেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচের কারণে আইপিএলে অন্তত দুটি ম্যাচ খেলতে পারবেন না তারা।

বিসিবি (Bangladesh Cricket Board) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো বাংলাদেশ ক্রিকেটারদের বিদায়ের তারিখ সম্পর্কে অবগত। বিসিবি সভাপতি বলেন, আমরা তাদের (বাংলাদেশের খেলোয়াড়দের) আইপিএলে যেতে দেব, যা আমরা টুর্নামেন্টকে তাদের প্রাপ্যতা সম্পর্কে জানিয়েছি। আমরা আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করিনি।”

অন্যদিকে এরই মধ্যে আইপিএল খেলতে ভারতে পৌঁছেছেন বাংলাদেশের তারকা বোলার মুস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালস (DC) শনিবার কেএল রাহুলের লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধে দলের প্রথম খেলার আগে বাম হাতি পেসারের জন্য একটি চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছিল।

টেস্ট দলে বেশ কিছু পরিবর্তন এনেছে বাংলাদেশ। দলে যোগ করা হয়েছে তামিম ইকবাল, শাদমান ইসলাম, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন চৌধুরীকে। বাঁহাতি জাকির হাসানের জায়গায় এসেছেন বাঁ হাতের বুড়ো আঙুলের চোট থেকে সেরে ওঠা শাদমান ইসলাম। দলে নেই রেজাউর রহমান রাজা, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, ইয়াসির আলী চৌধুরী ও আনামুল হক বিজয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version