ENG vs BAN: বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৩০০ উইকেট সাকিবের, ৫০রানে জয় টাইগারদের

।। প্রথম কলকাতা ।।

 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ানডে ম্যাচে জ্বলে উঠলেন সাকিব আল হাসান। ইংল্যান্ডকে ৫০ রানে হারালেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-২ ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। প্রথম ওভারেই স্যাম কুরানের বলে লিটন দাসের উইকেট হারায় টাইগাররা।

 

এরপর তামিম ইকবালের উইকেট হারায় বাংলাদেশ। মাত্র ১৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা। শুরুটা মন্থর করলেও নাজমুল হাসান শান্ত (৫৩) ও মুশফিকুর রহিমের (৭০) ব্যাটে ভর করে বড় রানের ইনিংসের দিকে এগিয়ে যায় বাংলাদেশ। ৯৮ রানের জুটি গড়েন দুই ব্যাটার। জ্বলে ওঠেন অভিজ্ঞ সাকিব আল হাসানও। ৭১ বলে ৭৫ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন তিনি। তবে ইংলিশ বোলারদের সামনে বাংলাদেশের আর কোন ব্যাটার দাঁড়াতেই পারেননি। ৪৮.৫ ওভারে ২৪৬ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস।

 

জবাবে ব্যাট করতে নেমে ওপেনার ফিল সল্ট এবং জেসন রয় প্রথম উইকেটে ৫৪ রানের জুটি গড়ে ইংল্যান্ডের দ্রুত সূচনা করেন। কিন্তু দ্রুত তিনটি উইকেট নিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেয় বাংলাদেশ। আট বলের ব্যবধানে সল্ট, ডেভিড মালান ও রয়ের উইকেট হারায় ইংল্যান্ড। এরপর জেমস ভিন্সের সঙ্গে ৪৯ রানের জুটি গড়েন। ৪৪ বলে ৩৮ রান করা ভিন্সকে ফিরিয়ে দেন সাকিব। ৪৯ বলে ২৩ রান করেন মেহেদী হাসানের বলে ফিরে যান। অধিনায়ক জস বাটলার ২৪ বলে ২৬ রান করেন। অলরাউন্ডার ক্রিস ওকস (৩৪) কিছুটা চেষ্টা করলেও দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে পারেননি। ৪৩.১ ওভারে মাত্র ১৯৬ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। চারটি উইকেট ও দুর্দান্ত ইনিংসের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন সাকিব আল হাসান। সেই সঙ্গে প্রথম বাংলাদেশের ক্রিকেটের হিসেবে ৩০০ ওডিআই উইকেট নিয়েছেন সাকিব আল হাসান।

 

Exit mobile version