।। প্রথম কলকাতা ।।
Shakib Al Hasan: ওয়ানডেতে বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে ৭০০০ রান ও ৩০০ উইকেটের মাইলফলক অর্জন করলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান (Shakib Al Hasan)। সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৪ রানে পৌঁছে তিনি সনাথ জয়সূর্য এবং শহীদ আফ্রিদির সঙ্গে এলিট লিস্টে যোগ দেন। তিনি তামিম ইকবালের (৮,১৪৬) পরে বাংলাদেশের হয়ে ওডিআই ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। বাংলাদেশ ইনিংসের ২০তম ওভারে কার্টিস ক্যাম্পারের বলে সিঙ্গেল নিয়ে এই কৃতিত্ব অর্জন করেন সাকিব।
চলতি মাসের শুরুতে বাংলাদেশের আগের ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে সাকিব তার চার উইকেট নিয়ে ৩০০ উইকেটে পৌঁছেছিলেন। চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে রেহান আহমেদের উইকেট নিয়ে কৃতিত্ব অর্জন করেন পৌঁছে যান তিনি। জয়সূর্য এবং ড্যানিয়েল ভেট্টরির পর তৃতীয় বাঁহাতি স্পিনার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন বাংলাদেশ অলরাউন্ডার।
সাকিব আল হাসান টেস্ট এবং টি-টোয়েন্টিতে যথাক্রমে ২৩১ এবং ১২৮ উইকেট নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী। সাকিব বর্তমানে ৪৪৩ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারী। টি-টোয়েন্টিতে ৬,০০০ রান, ৪০০ উইকেট এবং ৫০টি ক্যাচের কীর্তি অর্জন করা মাত্র দুইজন খেলোয়াড়ের মধ্যে তিনি একজন। দ্বিতীয়জন হলেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম