Shah Rukh Khan: ৬০ বছরের দোড়গোড়ায় এসেও শাহরুখের এতো গ্ল্যামার ! রহস্য রয়েছে তার পছন্দের খাবারে

।। প্রথম কলকাতা ।।

Shah Rukh Khan: শাহরুখ খান (Shah Rukh Khan) বলিউডের (Bollywood) অন্যতম জনপ্রিয় অভিনেতা (Actress)।২০২২‌ সালে ২ নভেম্বর, ৫৭ বছর বয়সে পা দিয়েছেন তিনি। কিন্তু দেখে তা বোঝার উপায় নেই। একবারে যেন আগের মতনি তরতাজ তিনি। হাঁটু বয়সী নায়িকাদের সঙ্গে রোমান্স থেকে অ্যাকশন ফাটিয়ে অভিনয় করে চলেছেন সেই আগের মতনি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত পাঠান (Pathaan) ছবি তার উদাহরণ স্বরূপ বলা যেতে পারে। ৬০ বছরের দোড়গোড়ায় এসে কিভাবে তিনি এতটা ফিটফাট? নিজের গ্লামারকেই বা কিভাবে ধরে রেখেছেন। সিনে দুনিয়ায় কমবেশি সবাই গ্ল্যামার ধরে রাখেন এটা চেনা ছকের ছবি কিন্তু উনি যেন কোথাও সবাইকে ছাড়িয়ে গেছেন। হয়তো তাই ওনাকে বলা হয় বলিউডের ‘কিং খান’।

১৯৬৫ সালে ২ নভেম্বর দিল্লি (Delhi) শহরে শাহরুখ খান জন্মগ্রহণ করেন। ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত দিওয়ানা সিনেমার (Movie) মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। এখনো পর্যন্ত তিনি ৮০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। ফিল্মফেয়ার থেকে শুরু করে শ্রেষ্ঠ অভিনেতা পেয়েছেন একাধিক পুরস্কার। ২০২০ ভারত সরকার পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেন তাঁকে। ওয়েলথ-এক্স সংস্থার বিচারে বিশ্বের সবচেয়ে ধনী হলিউড-বলিউড তারকার তালিকায় শাহরুখ খান দ্বিতীয় স্থান রয়েছেন। শাহরুখ খান অভিনীত পাঠান (Pathaan) ছবি হিন্দি ভার্সনের আয়ের দিক থেকে সবার উপরে রয়েছে।

৬০ বছরের দোড়গোড়ায় এসে কিভাবে এই গ্ল্যামার ধরে রেখেছেন কিং খান। কিভাবেই বা এতদিন ধরে সেই একই নায়কের মতন চেহারা ধরে রেখেছেন তিনি। জানা যায়, বাড়ির তৈরি ডাল, ভাত, কাঁচা পেঁয়াজ অত্যন্ত পছন্দের খাবার অভিনেতার। আর জল খাবারের সুযোগ পেলে কমলালেবুর রস এবং ডিমের সাদা অংশটি খেয়ে থাকেন। নামিদামি কোন রেস্তোরাঁর খাবার মোটেও তাঁর পছন্দ নয়। শাহরুখ খানের আরেকটি প্রিয় খাবার হল ছোলা ভাটুরে এবং জিলাপি। মাংসের মধ্যে পছন্দের তালিকায় রয়েছে মুরগির মাংস। তান্দুরি চিকেন তাঁর প্রিয় খাবারের মধ্যে অন্যতম।

এছাড়াও মায়ের হাতে তৈরি হায়দ্রাবাদি মটন বিরিয়ানি খেতেও খুব ভালোবাসতেন। শুধু খাওয়া দাওয়াই নয় ভালো রান্না করতেও পারেন অভিনেতা। ইটালিয়ান পাস্তার বিভিন্ন রেসিপি থেকে শুরু করে স্প্যাগেটি, পেপার চিকেন খুব ভাল রাঁধতে পারেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version