Rupam Islam: লিগামেন্টে মারাত্মক চোট, তবুও চালু রাখলেন গান, রূপমকে কুর্নিশ ভক্তদের

।। প্রথম কলকাতা ।।

Rupam Islam: তিনি স্টেজে উঠলেই চারপাশে উন্মাদনা ছড়িয়ে পড়ে। তার কন্ঠ এবং লাগাম ছাড়া উচ্ছ্বাস দর্শককে পাগল করে দেয় কিন্তু হঠাৎ যদি শরীর সঙ্গ না দেয়! মঞ্চে হঠাৎই যদি শরীরকে উখড়ে দেয় লিগামেন্টের অসহ্য যন্ত্রণা তবে কি গান গাওয়া যায়! যায় কারণ তিনি রুপম ইসলাম। এটাই তার প্যাশান। বোঝালেন গানের কাছে তুচ্ছ সবকিছু, গানের জন্য ভুলে থাকা যায় সব কিছু।  জাকিয়ে পরেছে শীত আর শীতকাল আসতে আসতেই শহরের বিভিন্ন রকম অনুষ্ঠান চলতেই থাকে। আর যদি ফসিলসের শো হয় তাহলে তো কোন কথাই নেই। সম্প্রতি বনগায় একটি কনসার্টে গিয়েছিলেন গায়ক রুপম ইসলাম। গোটা এলাকায় শ্রোতাদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। রূপমকে দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে এসেছিলেন ভক্তরা। থিক থিক করছে গোটা স্টেডিয়াম দর্শকদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস একের পর এক অনুরোধের গান গেয়েই চলেছেন রুপম। আসছিল একের পর এক অনুরোধ। সেই গান ও গাইছিলেন রুপম কিন্তু সবকিছুর মাঝেই হঠাৎ ছন্দপতন ডান পায়ে লিগামেন্টে গুরুতর চোট পেলেন রকস্টার।

সেই সময়ে অনেকেই মনে করেছিলেন অনুষ্ঠান বোধহয় থেমে যাবে কিন্তু রূপম তো রকস্টার ফের প্রমাণ দিলেন নিজেই। লিগামেন্টেএর চোট নিয়ে ও রীতিমতো খুরিয়ে খুরিয়ে অনুষ্ঠানে একের পর এক গান গেয়ে মঞ্চ মাতিয়ে রাখলেন রূপম ইসলাম। জানা গিয়েছিস স্টেজে দৌড়াতে গিয়ে পায়ে লিগামেন্টে চোট পেয়েছেন তিনি। মঞ্চের পিছনে প্রাথমিক চিকিৎসা নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু তাতে খুব একটা সুবিধা হয়নি। একদিকে মিউজিক বাজছে অন্যদিকে শ্রোতারা অপেক্ষায় ছিলেন রকস্টারের। সব মিলিয়ে পায়ে চোট নিয়েই মঞ্চে ফিরে আসেন তিনি। নিজের গতিতে ধরে রেখেছিলেন অনুষ্ঠান। লিগামেন্টে চোট নিয়েই গান গেয়ে বাজিমাত করেছেন রূপম। আচ্ছা কতটা গুরুতর চোট পেয়েছিলেন শিল্পী?

সোশ্যাল মিডিয়া চোখ রাখলে অন্তত গায়কের অনুরাগীদের ভাইরাল করা ভিডিও দেখলে স্পষ্ট তিনি থেমে থাকেননি। রূপম জানিয়েছেন তিনি পারফর্মার স্টেজে দৌড়াতে গিয়ে তার পায়ে লেগেছিল। শো থামিয়ে তখন চিকিৎসা নেওয়ার সময় থাকেনি। তিনি জানান আর যাই হোক না কেন পারফরমেন্স তো কোন ভাবেই থামানো যায় না। ব্যাটসম্যান যখন চোট পায়  খোরাতে শুরু করলেও খেলা থামিয়ে দেওয়ার সুযোগ নেই তাদের। ক্ষেত্রেও একই বলে মনে করেন রূপম। কলকাতায় ফেরার পর চিকিৎসা শুরু হয়েছে রূপমের। এমন গুরুতর চোট নিয়ে কিভাবে ফিরলেন তিনি?

রূপম জানিয়েছেন বিমানবন্দরে অনেকটা হাঁটতে হয়েছে তাঁকে। হুইলছিয়া জোগাড় করতে পারা যায়নি প্রথমে। কাস্টমস এরিয়া থেকে একটা হুইলচেয়ার তাকে দেওয়া হয় এখন বাড়িতে ফিজিওথেরাপি চলছে ধীরে ধীরে ইমপ্রুভ হচ্ছে। জানা গেছে আগামী দু মাসের মধ্যে আঠারোটির মতো কনসার্ট রয়েছে রূপমের। আগের থেকে অনেকটাই ঠিক আছেন গায়ক তবে সিঁড়িতে ওঠা নামায় একটা সমস্যা আছে। গায়ক রূপম ইসলামের ভক্তরা দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনা করছেন। আমরাও চাই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুক।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version