Pathaan: কাশ্মীরে ‘পাঠান’ ম্যাজিক, কত লোক হচ্ছে হলে?

।। প্রথম কলকাতা ।।

Pathaan: ২৫ জানুয়ারি বক্স অফিসে মুক্তি পেয়েছে ‘পাঠান’। আর তার পর থেকেই চর্চায় রয়েছে এই ছবি। যদিও ছবি রিলিজের আগে থেকেই প্রচুর বিতর্ক তৈরি হয়েছে তা নিয়ে। ছবির প্রথম গান ‘বেশরম রং’ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। তবে সমস্ত বিতর্ক, সমালোচনা একপাশে, আর শাহরুখ খানের ‘পাঠান’ (Pathaan) আরেক পাশে। চার বছর পর শাহরুখের ক্যামব্যাক ছবি নিয়ে ভক্তদের মধ্যে ‘পাগলপন্তি’ নজরে এসেছে। এমনকি এই ছবি নিয়ে জোর চর্চা হচ্ছে ভূস্বর্গেও। সেখানে সদ্য শুরু হওয়া আইনক্সে ১২ থেকে ১৪ টা শো হাউজফুল দু’দিন ধরে।

‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আইনক্স মাল্টিপ্লেক্সের মালিক বিজয় ধর জানিয়েছেন, ‘বুধ ও বৃহস্পতি মিলিয়ে ১৪ টি শো হাউজফুল। প্রজাতন্ত্র দিবসের কারণে দুটো শোয়ে লোক একটু কম হয়েছে। কিন্তু বাদবাকি হাউজফুল ছিল। পাশাপাশি তিনি বলেন, শ্রীনগরে প্রথমবার বড়পর্দায় দেখানো হচ্ছে শাহরুখকে (Shah Rukh Khan)। যা ইতিহাসের থেকে কম কিছু নয়। যে কারণে সেখানকার মানুষদের মধ্যে এক আলাদাই উন্মাদনা রয়েছে। উল্লেখ্য, শ্রীনগরের সোনওয়ার এলাকায় কাশ্মীরের (Jammu-Kashmir) প্রথম মাল্টিপ্লেক্স গত সেপ্টেম্বরে জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা উদ্বোধন করেছিলেন। তাঁর কারণে উপত্যকায় সিনেমা হল ফিরে এসেছে। তবে গোটা বিশ্বে শাহরুখের ছবি নিয়ে হইচই তুঙ্গে।

‘পাঠান’ প্রথম ছবি যেটি মুক্তি পাওয়ার দিনই বেশি আয় করেছে এবং অন্যান্য ছবির রেকর্ড ভেঙে দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় দিনে ‘পাঠান’ বক্স অফিসে ৭০ কোটি টাকার ব্যবসা করেছে। বুধবার যা ছিল ৫৭ কোটির কাছাকাছি অর্থাৎ দু’দিন মিলিয়ে ছবির আয় ১২০ কোটির কাছে। প্রথম সপ্তাহান্তে ছবি ২০০ কোটির ঘর পেরিয়ে যেতে পারে বলে মনে হচ্ছে। পাশাপাশি ছবির অ্যাডভান্স টিকিট বুকিংও রেকর্ড গড়েছে। বিশ্বজুড়ে আট হাজারটি পর্দায় চলেছে এই ছবি। ছবিতে শাহরুখ ছাড়াও রয়েছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), জন আব্রাহাম। ‘পাঠান’-এ খলনায়কের চরিত্রে দেখা যাবে জনকে। সব মিলিয়ে ভূস্বর্গে ‘পাঠান’ ম্যাজিক জারি রয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version