Australian Open 2023: টুর্নামেন্ট থেকে বিদায় দ্বিতীয় বাছাই ক্যাসপার রুডের, মহিলাদের এককে তৃতীয় রাউন্ডে সাবালেঙ্কা

।। প্রথম কলকাতা ।।

অস্ট্রেলিয়ান ওপেনে দ্বিতীয় অঘটন! গতকালই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। বৃহস্পতিবার চার সেটের ম্যারাথন লড়াইয়ে আমেরিকার জেনসন ব্রুকসবির কাছে হেরে অস্ট্রেলিয়ান ওপেন ২০২৩ থেকে ছিটকে গেলেন নরওয়ের দুই নম্বর বাছাই ক্যাসপার রুড। এদিন রড ল্যাভার অ্যারেনায় ইউএস ওপেন ২০২২-র ফাইনালিস্ট ৩-৬, ৫-৭, ৭-৬(৪), ২-৬ গেমে ব্রুকসবির বিপক্ষে হেরে যান।

 

ম্যাচের পর ব্রুকসবি বলেন, “প্রথম এবং সর্বাগ্রে, ক্যাসপার একজন যোদ্ধা। আমি জানতাম যে সেখানে দুর্দান্ত যুদ্ধ হবে। আমি আমার স্তরের সঙ্গে বেশ আত্মবিশ্বাসী ছিলাম এবং সেখানে প্রতিযোগিতা করে মজা করতে চেয়েছিলাম। আমি সেখানে আমার মানসিক সংকল্পের জন্য সত্যিই গর্বিত।”

 

অন্যদিকে মহিলাদের একক ম্যাচে দ্বিতীয় রাউন্ডে পাঁচ নম্বর বাছাই আমেরিকার শেলবি রজার্সকে স্ট্রেট সেটে পরাজিত করে তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন আরিনা সাবালেঙ্কা। এদিন সাবালেঙ্কা ৬-৩, ৬-১ গেমের জয় নিশ্চিত করে তৃতীয় রাউন্ডে উঠেছে।

Exit mobile version