‘সৌগুন’ অতীত! নতুন প্রজেক্টে কৌশিকের নায়িকা হচ্ছেন এই সুন্দরী

।। প্রথম কলকাতা ।।

বালিঝড়ের পর আবারও নতুন রূপে! কার সাথে জুটি বাঁধছেন কৌশিক রায় বাঙালির টিভির ঘরে এখন বিনোদনের মেলা সম্ভার। তাই বিনোদন কথাটি এখন শুধুমাত্র আর সিনেমা কিংবা সিরিয়ালের গণ্ডিতেই আটকে নেই। সেইসাথে এই তালিকায় যোগ হয়েছে বিনোদনের আরও একটি মাধ্যম ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব সিরিজ। যার মাধ্যমে দাপিয়ে কাজ করার সুযোগ পাচ্ছেন ছোট পর্দার এক ঝাঁক অভিনেতা অভিনেত্রীরাও।

বাংলা বিনোদন জগতের এমনই দুই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী হলেন কৌশিক রায় এবং সন্দীপ্তা সেন। প্রসঙ্গত কৌশিক এবং সন্দীপ্তা দুজনেরই অভিনয়ের হাতেখড়ি হয়েছিল ছোট পর্দার হাত ধরেই। বাংলা সিরিয়ালের হাত ধরেই তারা পৌঁছেছিলেন দর্শকদের ঘরে ঘরে। ছোটপর্দায় সন্দীপ্তাকে শেষবার দেখা গিয়েছে জি বাংলার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘করুণাময়ী রানী রাসমণি’তে মা সারদার বড় বেলার চরিত্রে। এই প্রজেক্ট শেষ হওয়ার পর সন্দীপ্তা একের পর এক কাজ করছেন ঠিকই, কিন্তু এখনই ছোট পর্দায় ফেরার কোন পরিকল্পনা নেই বলেই একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেত্রী।

অন্যদিকে কৌশিক সেনকে শেষবার দেখা গিয়েছিল স্টার জলসার পর্দায় সম্প্রচারিত লীনা গাঙ্গুলীর লেখা তারকাখচিত ধারাবাহিক ‘বালিঝড়’এ। যদিও টিআরপির অভাবে খুব অল্পদিনেই  বন্ধ হয়ে গিয়েছিল এই সিরিয়ালটি। আর এবার জানা যাচ্ছে কৌশিক এবং সন্দীপ্তা দুজনেই আগামীদিনে জুটি বাঁধতে চলেছেন জনপ্রিয় ওয়েব সিরিজ বোধনের দ্বিতীয় সিজন বোধন ২-তে। শুধু তাই নয়, এই ওয়েব সিরিজের অনুরাগীদের জন্য থাকছে আরো একটি বিশেষ চমক। তা হল বালিঝড় সিরিয়ালে কৌশিক রায় ছাড়াও দেখা গিয়েছিল আরও  একজন জনপ্রিয় অভিনেতাকে তিনি হলেন অভিনেতা ইন্দ্রাশিষ।

জানা যাচ্ছে কৌশিক-সন্দীপ্তার এই ওয়েব সিরিজেই অভিনয় করতে চলেছেন এই অভিনেতা। প্রসঙ্গত মাঝে সোশ্যাল মিডিয়ায় চাউর হয়েছিল কৌশিক সেন এবং সন্দীপ্তা রায় নাকি আগামী দিনে একটি নতুন সিরিয়ালে একসাথে জুটি বাঁধে চলেছেন। তবে সিরিয়াল নয় তারা জুটি বাঁধবেন ঠিকই তবে তা হল আসন্ন ওয়েব সিরিজ ‘বোধন ২’-তে। শোনা যাচ্ছে জুলাই মাসের শেষেই শুরু হবে শুটিং। শুটিং শুরু হবে কলকাতার বাইরে। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে এমন টাই জানা গিয়েছে। আর এই খবর চাউর হতেই এবার ভক্তদের মধ্যে উচ্ছ্বাস তৈরী হয়েছে চোখে পড়ার মতো।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version