।। প্রথম কলকাতা ।।
মঙ্গলবার সৌদি আরবে নতুন ক্লাবে স্বাগত জানানো হল পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মিসুল পার্ক স্টেডিয়ামে আতশবাজির রোশনাই রোনাল্ডোকে বরণ করে নিল আল নাসের। রোনাল্ডোকে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়ল সৌদি আরবের ফুটবল ভক্তরা। রোনাল্ডোকে দেখতে আল নাসেরের ঘরের মাঠে উপস্থিত হন হাজার হাজার দর্শক। রোনাল্ডো সৌদি আরবের ক্লাবে যোগ দেওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় হু হু করে বাড়তে থাকে অনুরাগীর সংখ্যা। শুধু তাই নয়, মাত্র দুই ঘণ্টায় বিক্রি হয়েছে রোনাল্ডোর ২০ লক্ষ জার্সি।
এদিন ক্লাব প্রেসিডেন্ট এবং কোচ রুডি গার্সিয়াকে নিয়ে রোনাল্ডো উপস্থিত হলেন প্রথম সাংবাদিক সম্মেলনে। সাংবাদিক সম্মেলনে বরাবরের মতো বুঝিয়ে দিলেন তিনি এখনও শেষ হয়ে যাননি। সাংবাদিক সম্মেলনে রোনাল্ডো বললেন, “সৌদি আরবে আসা আমার ক্যারিয়ারের শেষ নয়। এই কারণেই আমি পরিবর্তিত হয়েছি এবং সত্যি কথা বলতে, আমি সত্যিই চিন্তিত নই যে মানুষ কী বলছে।”
গত দুই দশক ধরে ইউরোপের লিগে রাজত্ব করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দখল করেছেন তিনটি প্রিমিয়ার লিগ, দুটি লিগ কাপ, একটি ক্লাব বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ। তারকা থেকে মহাতারকা হয়েছেন যে রিয়াল মাদ্রিদ ক্লাবে, লস ব্লাঙ্কসদের জার্সিতে জিতেছেন চারটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি লা লিগা সহ একাধিক শিরোপা। রিয়াল মাদ্রিদের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তিনি। জুভেন্টাসের জার্সিতে জিতেছেন দুটি সেরি আ, একটি ইতালিয়ান কাপ।
তিনি আরও বলেন, “ইউরোপে আমার কাজ শেষ… ইউরোপে আমার অনেক অফার ছিল, ব্রাজিল, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, এমনকি পর্তুগালের অনেক ক্লাব আমাকে সই করার চেষ্টা করেছিল কিন্তু আমি এই ক্লাবকে কথা দিয়েছিলাম।” পর্তুগিজ সুপাসটার আরও বলেন, “আমি একজন অনন্য খেলোয়াড়। এখানে এসে ভালো লাগছে, আমি সেখানে (ইউরোপে) সব রেকর্ড ভেঙেছি এবং আমি এখানে কয়েকটি রেকর্ড ভাঙতে চাই। আমি এখানে জিততে, খেলতে, উপভোগ করতে, দেশ ও দেশের সংস্কৃতির সাফল্যের অংশ হতে এসেছি।”
Walks of the greatness 🐐💛 pic.twitter.com/7FzLZSchQ5
— AlNassr FC (@AlNassrFC_EN) January 3, 2023