Swiss Open 2023: মরসুমের প্রথম শিরোপা, ডাবলসের মুকুট জিতলেন সাত্বিক এবং চিরাগ শেট্টি জুটি

।। প্রথম কলকাতা ।।

Swiss Open 2023: ২০২৩ মরসুমের প্রথম শিরোপা জিতলেন ভারতের শীর্ষস্থানীয় দ্বৈত জুটি সাত্ত্বিকসাইরাজ র‍্যাঙ্কিরেড্ডি (Satwiksairaj Rankireddy) এবং চিরাগ শেট্টি (Chirag Shetty)। বাসেলে সুইস ওপেন ২০২৩ জিতলেন ভারতীয় জুটি। ২৬ মার্চ রবিবার ফাইনালে সরাসরি গেমে চীনের রেন জিয়াং ইউ এবং তাং কিয়াংকে হারিয়ে শিরোপা জেতেন সাত্ত্বিক-চিরাগ জুটি। মার্চের শুরুতে অল ইংল্যান্ড ওপেনে বিদায়ের পর হতাশাকে পিছনে ফেলে নতুন করে শুরু করলেন ভারতীয় জুটি।

 

এদিন সাত্ত্বিক ও চিরাগ ৫৪ মিনিটের লড়াইয়ে বিশ্বের ২১ নম্বর জুটিক ২১-১৯, ২৪-২২ ব্যবধানে পরাজিত করে। প্রতিপক্ষ রেন এবং ট্যাং থেকে শক্তিশালী রক্ষণাত্মক প্রদর্শন সত্ত্বেও ২ নম্বর বাছাই ভারতীয় তারকারা ম্যাচের নিয়ন্ত্রণে ছিলেন। ২০২২ সালের অক্টোবরে তাদের ফ্রেঞ্চ ওপেন সুপার ৭৫০ জয়ের পর থেকে বাসেলে এটি সাত্ত্বিক এবং চিরাগের প্রথম শিরোপা এবং মরসুমে তাদের প্রথম শিরোপা।

 

বিশ্বের ৬ নম্বর জুটি ২০২২ সালে কমনওয়েলথ গেমসের স্বর্ণপদক সহ সর্বাধিক ৩টি শিরোপা জিতেছে। তারা বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক নিয়ে মরসুম শেষ করেছে। সাত্ত্বিক চোটের উদ্বেগের কারণে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ব্যাডমিন্টন এশিয়া মিক্সড টিম চ্যাম্পিয়নশিপ মিস করতে হয়েছিল।

Exit mobile version