Sarah Taylor announces partner Diana’s pregnancy: মা হচ্ছেন সমকামী ক্রিকেটর, কীভাবে সন্তানের জন্ম দেন সমলিঙ্গ দম্পতি? “উম্ব ট্রান্সপ্ল্যান্ট” সম্পর্কে জানুন

।। প্রথম কলকাতা ।।

Sarah Taylor announces partner Diana’s pregnancy: ইংল্য়ান্ডের প্রাক্তন ক্রিকেটার সারা টেলর বিশেষ উপহার দিলেন।বিশ্বের অন্য়তম সেরা কিপার ব্য়াটার সারা টেলর (Sarah Taylor) ঘোষণা করলেন তারা সন্তানের জন্ম দিতে (Diana’s pregnancy) চলেছেন। ইন্সটাগ্রাম পোস্টে পার্টনার ডায়না মেইনকে সেই পোস্টে ট্য়াগ করেছেন সারা। ২০১৯ সালে মানসিক অবসাদের কারণে (Mental illness) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন । পরে ফ্র্য়াঞ্চাইজি ক্রিকেটেও (cricket) খেলেছেন। ইতিহাস গড়েছিলেন কোচ হয়ে। সাসেক্স পুরুষ ক্রিকেট দলের কোচিং করান সারা টেলর। এবার জীবনের সবচেয়ে বড় খবর দিলেন।

এখন প্রশ্ন সমকামী দম্পতি হয়েও গর্ভধারণ (Same-Dex Female Couples) কীভাবে সম্ভব? আজকাল অধিকাংশ দেশেই শুক্রাণু ব্যাংক আছে। সক্ষম পুরুষদের দান করা শুক্রাণু (Sperm Donor) সেখানে সংরক্ষণ করা হয়।
স্বাভাবিক ভাবে সন্তান ধারণে অক্ষম ব্যক্তি বা দম্পতি সেখান থেকে শুক্রাণু নিয়ে সন্তান ধারণ করতে পারে। অনেকে শুক্রাণু ব্যাংক থেকে সংগ্রহ না করে নিজেরা যাচাই করে একজন নির্দিষ্ট পুরুষের থেকে শুক্রাণু নেন। সেটাও অনেক ভাবে করা সম্ভব। দাতা ব্যক্তির থেকে শুক্রাণু সংগ্রহ করে, যে মা হতে ইচ্ছুক তার দেহে শুক্রাণু প্রবেশ করানো যায়।

এছাড়াও অন্য এক পদ্ধতিতে এক মহিলার কাছ থেকে প্রাপ্ত ডিম প্রথমে ল্যাবটরিতে নিষিক্ত করা হয়। এরপর সন্তান প্রসবের আগে পর্যন্ত তা অন্য গর্ভে স্থানান্তরিত করা হয়। এ ক্ষেত্রে প্রথমে প্রায় ১৮ মাস গর্ভে ডিম্বানুটি রেখে দিতে হয়। পরে তা স্থানান্তর করা হয় যিনি সন্তান জন্ম দিতে চান তার গর্ভে। সমকামী দম্পতি শুক্রাণু দাতার কাছ থেকে শুক্রাণু নেন। নতুন এই কৌশলটির একটি সুবিধা হল ভ্রুণটি ল্যাবে না বেড়ে কোনও জূবন্ত শরীরে বেড়ে উঠে।

২০১৯ সালে গাঁটছড়া বেঁধেছিলেন সমকামী দম্পতি অমিত শাহ (Amit Shah) এবং আদিত্য মাদিরাজু (Aditya Madiraju)। আমেরিকার (America) নিউ জার্সিতে ধুমধাম করে হিন্দু মতে বিয়ে করেন যুগল।
যা দেখে চোখ কপালে উঠেছিল সমাজের।বিয়ের পরেই সন্তানের পরিকল্পনা করেছিলেন তাঁরা। সেই মতো ডিম্বানু দাতার খোঁজ শুরু করেছিলেন। তা মিলতেই পরবর্তী পদক্ষেপ করেন। ইন ভিট্রো ফার্টিলাইজেশন (IVF) পদ্ধতি সম্পূর্ণ হওয়ার পর সুখবর পান আদিত্য ও অমিত।

কেরলের কোঝিকোড়ের এক ট্রান্স পুরুষের গর্ভবতী (Transgender Couple) হওয়ার খবর এখন শিরোনামে। মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়েটেলের ড্যানি ওয়েকফিল্ডও ২০২০ সালে তার প্রথম সন্তানের জন্ম দেন।

অনেকে আবার ‘উম্ব ট্রান্সপ্ল্যান্টের’ (womb transplant)মাধ্যমেও সন্তানের জন্ম দেন।কী এই ‘উম্ব ট্রান্সপ্ল্যান্ট’(womb transplant)?অন্য কোনও মহিলার ইউট্রাস নিয়ে অন্য কোনও মহিলা কিংবা পুরুষের শরীরে প্রতিস্থাপন করা হয়। এই প্রতিস্থাপনের জন্য ৬ থেকে ৮ ঘণ্টার দীর্ঘ অপারেশন হয়। যার শরীরে ‘উম্ব ট্রান্সপ্ল্যান্ট’ করা হচ্ছে, তার পরিবর্তন হচ্ছে হরমোনেরও। এছাড়াও কৃত্রিমভাবে ‘উম্ব ট্রান্সপ্ল্যান্ট’(womb transplant)করা যায়। যাতে শরীরের মধ্যে প্লাস্টিকের মতো একটা বস্তু ভরে দেওয়া হবে। যার মধ্যে বাচ্চাটি বড় হবে

২০১৭ সালে ওয়ান ডে বিশ্বকাপ চ্য়াম্পিয়ন হয়েছিল ইংল্য়ান্ড। সেই দলের অন্য়তম গুরুত্বপূর্ণ সদস্য় সারা টেলর। লর্ডসের ঐতিহাসিক ফাইনালে ভারতকে ৯ রানে হারায় ইংল্য়ান্ড। ভাইপো, ভাইঝি-দের সঙ্গে ছবি পোস্ট করেছেন বহুবার। অনেকেই তাঁর পোস্টে প্রশ্ন করতেন, সারার সন্তান কী না। এ বার নিজের জীবনের সেরা খবরটা ভাগ করে নিলেন সকলের সঙ্গে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version