Sabyasachi Chowdhury: ঐন্দ্রিলা চলে যাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে সব্যসাচী, কেমন আছেন অভিনেতা?

।। প্রথম কলকাতা।।

Sabyasachi Chowdhury: শেষ হয়ে গিয়েছে আরও একটা বছর। ২০২৩-এ কে কী করবেন, কীভাবে প্রত্যেকটি দিন উদযাপন করবেন, তা নিয়ে ভাবতে ব্যস্ত হয়ে পড়েছেন। তবে নতুন বছরটা নিজের প্রিয় মানুষটিকে ছাড়া শুরু করা একটু কঠিন ছিল তাঁর কাছে। কিন্তু নিয়তি মেনে নিয়েই এগোতে হবে জীবনে। নিজেও হয়তো কখনও ভাবেন নি যে, ঐন্দ্রিলাকে ছাড়া শুরু করবেন নতুন বছর। তাই তাঁর চলে যাওয়ার ধাক্কা সামলাতে সোশ্যাল মিডিয়া থেকে প্রায় বনবাস নিয়েছেন সব্যসাচী (Sabyasachi Chowdhury)। তবে এবার বছরের শেষ দিনে তাঁর এক ঝলক দেখতে পেয়েছেন ভক্তরা।

গত ২০ নভেম্বরের পর থেকে জীবনটা পুরো উল্টে পাল্টে গিয়েছে অভিনেতার। প্রয়াত হয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। তার পর থেকেই সকলের একটাই জিজ্ঞাসা, কেমন আছেন সব্যসাচী? তাঁর খবর না পেয়ে, তাঁর ঘনিষ্ঠদের কাছে এই প্রশ্ন তুলে ধরেছেন অনুরাগীরা। শুধু এইটুকুনি জানতে পেরেছেন, নিজেকে সামলানোর চেষ্টা করছেন। মনের মানুষকে হারিয়ে খুব একটা ভালো নেই সব্যসাচী। নতুন করে বাঁচবার রসদ খুঁজছেন ছোট পর্দার ‘বামাক্ষ্যাপা’। এরপর বছরের শেষ দিনে নিজের ক্যাফে ‘HODOL’S’-এ দেখা গিয়েছে তাঁকে। বন্ধু সৌরভ দাস (Sourav Das) ও দিব্যপ্রকাশ রায়ের সঙ্গে গত পুজোতে এই ক্যাফে খুলেছেন তিনি। উদ্বোধনের দিন হাজির ছিলেন ঐন্দ্রিলা। এখন সেগুলো স্মৃতি।

এদিকে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে সব্যসাচীর ছবি। মুখে নেই গোঁফ-দাড়ি। ক্লিন সেভ করে ছাই আর কালো রঙের ফুলহাতা টি-শার্ট ও জিন্সে ক্যামেরাবন্দী হয়েছেন অভিনেতা। হাতে রয়েছে কফির কাপ, খানিকটা হাসার চেষ্টা করলেও তা হয়ে ওঠেনি। চোখে-মুখে এখনও চাপা কষ্ট নজরে এসেছে। এদিকে বছরের শেষ এদিন নিজের ক্যাফেতে গিটার হাতে গান গাইতে দেখা গেল সৌরভ দাসকে। হাজির হয়েছিলেন টলিপাড়ার আরও কিছু চেনা মুখ।

‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, স্টার জলসার (Star Jalsha) পর্দায় ফিরছেন সব্যসাচী। সাধক রামপ্রসাদকে নিয়ে তৈরি স্টার জলসার ভক্তিমূলক ধারাবাহিকে নাম ভূমিকায় দেখা যাবে তাঁকে। অন্যদিকে শ্যামা মায়ের চরিত্রে দেখা যাবে পায়েল দে’কে। ইতিমধ্যেই নাকি প্রোমো শ্যুট করে ফেলেছেন অভিনেতা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version