Sabyasachi Chakraborty: অভিনয় জীবনে ইতি টানলেন সব্যসাচী! বাবার সিদ্ধান্ত নিয়ে কী বললেন ছেলে গৌরব?

।। প্রথম কলকাতা ।।

Sabyasachi Chakraborty: ‘এখন আমার সময় ফুরিয়েছে’, ঢাকাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হাজির হয়ে এমনই কিছু মন্তব্য করতে শোনা গেল এপার বাংলার জনপ্রিয় অভিনেতা তথা সকলের প্রিয় ‘ফেলুদা’ সব্যসাচী চক্রবর্তীকে (Sabyasachi Chakraborty)। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর ‘ফেলুদা’ হিসেবে যদি কাউকে পছন্দ করে থাকে বাঙালি, তাহলে তিনি এই ব্যক্তিত্ব। তবে আচমকা পর্দার ‘ফেলুদা’কে (Feluda) এদিন এই ধরনের কথা বলতে শুনে হতবাক হয়েছেন তাঁর ভক্তরা। শোরগোল পড়ে যায় চারিদিকে। প্রশ্ন ওঠে, হঠাৎ অভিনয় থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত কেন নিলেন সব্যসাচী? অভিমান! নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ!

গত শনিবার থেকে ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। উৎসবে উদ্বোধনী ছবি ছিল ‘জেকে ১৯৭১’। যেখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী। ছবির প্রদর্শনে উপস্থিত ছিলেন তিনি। ‘আনন্দবাজার অনলাইন’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, উৎসবে উপস্থিত হয়ে ঢাকার (Dhaka) সংবাদমাধ্যমকে অভিনেতা অভিনয় জীবন থেকে অবসর নেওয়ার কথা বলেছেন। তিনি জানিয়েছেন, ‘আমি আর অভিনয় করতে চাই না। বয়স হয়েছে। এখন নতুনদের জন্য জায়গা ছেড়ে দেওয়া উচিত’। আগামী দিনে নিজের ইচ্ছেমতো জীবন কাটাতে চান তিনি।

‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অভিনেতার ছেলে গৌরব চক্রবর্তীও (Gourab Chakraborty) এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, বাবা কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন তা তিনিও জানেনা। উল্লেখ্য, তাঁর অভিনীত ‘জেকে ১৯৭১’ ছবির গল্প ২৮ বছর বয়সী এক যুবককে নিয়ে। যে কিনা একজন ফরাসি নাগরিক। ১৯৭১-এর ১৩ ডিসেম্বর পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারওয়েজের একটি বোয়িং ৭২০ বিমানের ককপিটে উঠে পড়েন। তাঁর ব্যাগে থাকে বোমা, হাতে থাকে বন্দুক। বিমানটিকে রানওয়েতে পাঁচ ঘণ্টা দাঁড় করিয়ে রাখেন। উদ্দেশ্য, বাংলাদেশের (Bangladesh) মুক্তিযুদ্ধের শরণার্থীদের জন্য ওষুধ ও ত্রানসামগ্রী পৌঁছে দেওয়া। ওপার বাংলার চলচ্চিত্র উৎসবের (Dhaka International Film Festival) উদ্বোধনী ছবি ছিল এটি। আর সেখানে অংশ নিয়ে একপ্রকার শোরগোল ছড়ানো মন্তব্য করেছেন সব্যসাচী চক্রবর্তী।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version