Bengali Serial TRP: পায়ের চোট নিয়েই শুটিং রুবেলের, টিআরপি তালিকায় কত নম্বরে ‘নিমফুলের মধু’?

।। প্রথম কলকাতা ।।

Bengali Serial TRP: বাংলা টেলিভিশনে চলছে জোরদার লড়াই। প্রকাশ্যে এল ফের টিআরপি তালিকা। আমরা এখন বলতেই পারি প্রকাশ্যে মেগা সিরিয়ালের আগের সপ্তাহের মার্কশিট জানুন আপনার প্রিয় মেগা কেমন স্কুল করেছে এবার বেঙ্গল টপার কি সেই অনুরাগের ছোঁয়া? এই সপ্তাহে কোন সিরিয়াল কত নম্বর স্থান দখল করল? প্রথম পাঁচে অনেকটা এগিয়ে রইল কোন সিরিয়াল ? জুলাই মাসের শেষ সপ্তাহের টিআরপিতে খুব বেশি বদল হয়নি। তবে প্রতিটি সিরিয়ালের নম্বর অনেকটাই বেড়েছে। চলতি সপ্তাহে নানা রকমের সমস্যার মধ্যে দিয়েছে গিয়েছেন ‘নিমফুলের মধু’ সিরিয়ালের সদস্যরা। শুটিং করতে গিয়ে ঘটেছে দুর্ঘটনা। দু’টি গোড়ালিই ভেঙে গিয়েছে নায়ক রুবেল দাসের। এই কারণে নাকি সৃজনের চরিত্রে দেখা যাবে নতুন নায়ককে। বাড়িতে বসেই শুটিং চালিয়ে যাচ্ছেন রুবেল। অধিক পরিশ্রমে ফলও মিলেছে। শত বাধার মাঝেও প্রথম পাঁচে নিজেদের জায়গা ধরে রেখেছে ‘নিমফুলের মধু’।

‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালকে টেক্কা দেওয়া বেশ কঠিন। নতুন বছরের সাত মাস কেটে গেল। ২৮ সপ্তাহ ধরে এক নম্বরেই আছে দীপা এবং সূর্য। এক দিকে সোনা আর রূপার জন্ম রহস্য নিয়ে এমনিই ধাঁধায় রয়েছে সূর্য। দুই মেয়েই যে তার আর দীপার, সে কথা এখনও জানতে পারেনি সূর্য। ফলে গল্পে এখন চরম নাটকীয় মোড়। যা পরতে পরতে উপভোগ করছেন দর্শক। এ সপ্তাহেও প্রথমে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। সূর্য, দীপার প্রাপ্ত নম্বর ৮.৯। ‘জগদ্ধাত্রীতে’ও উত্তেজনা তুঙ্গে। দুই জা জগদ্ধাত্রী এবং কৌশিকীর মধ্যে বন্ধুত্ব জমেছে। এই সপ্তাহে তারা পেয়েছে ৮.৪।

অন্য দিকে, ফুলকি আর রোহিত রায়চৌধুরীর বিয়ের আসর জমজমাট। অসমবয়সি বিয়ে আর প্রেম নিয়ে উৎসুক দর্শকেরা।এক মাসেই টিআরপি প্রতিযোগিতায় বাকিদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চালাছে। তৃতীয় স্থানে রয়েছে ফুলকি এবং রোহিত। তাদের প্রাপ্ত নম্বর ৮.২। চতুর্থ স্থানে রয়েছে পাখি এবং কুশ। ‘রাঙা বউ’ শ্রুতি দাসের ব্যক্তিগত জীবন নিয়ে শেষ কয়েক দিনে কম চর্চা হয়নি। অনেকের ধারণা, সেই প্রভাবই দেখা যাচ্ছে টিআরপিতেও। এ সপ্তাহে তারা পেয়েছে ৭.৩। আর পঞ্চম স্থানে ‘নিমফুলের মধু’। অনেক সমস্যার মধ্যেও ৭.২ পেয়ে পঞ্চম স্থানে রয়েছে পর্ণা এবং সৃজন। ষষ্ঠ স্থানে রয়েছে হরগৌরী পাইসোটেল প্রাপ্ত নম্বর ৬.৬।

সপ্তম স্থানে বাংলা মিডিয়াম প্রাপ্ত নম্বর ৬.২। অষ্টম স্থানে রয়েছে এক্কাদোক্কা প্রাপ্ত নম্বর ৫.৯‌। নবম স্থানে পঞ্চমী নম্বর পেয়েছে৫.৬। দশম স্থানে খেলনা বাড়ি প্রাপ্ত নম্বর ৫.৫। আবার আগামী সপ্তাহে লড়াইয়ে কে এগিয়ে কে পিছিয়ে যাবে তা অবশ্য সময় বলবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version